ডঃ ফিলিপ কোটলার তার নতুন বই “এসেনশিয়ালস অফ মডার্ন মার্কেটিং”এর বাংলাদেশ এডিশন এ “বসুন্ধরা টিস্যু”ব্র্যান্ড নিয়ে কেইস স্টাডি করেছেন। কেইস স্টাডিটি মূলত ব্র্যান্ডটির সামাজিক উন্নয়ন এর প্রচেষ্টায় বিভিন্ন মার্কেটিং কর্মকান্ড ও এর উন্নতমানের পণ্য সম্পর্কিত তথ্য নিয়ে। বসুন্ধরা টিস্যু সবসময় পণ্য ও সঠিক তথ্য দিয়ে বাংলাদেশে স্বাস্থ্যিবিধি মেনে চলার প্রবণতাকে উৎসাহিত করে আসছে। বসুন্ধরা টিস্যুর এর এই যাত্রায় যারা সমর্থন এবং সহযোগিতা করে পাশে থেকেছেন তাদের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা। বিজ্ঞপ্তি

Print Date & Time : 10 August 2025 Sunday 7:05 am
ডঃ ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি”
করপোরেট কর্নার ♦ প্রকাশ: