ডব্লিউইউএসটির কনভোকেশন অনুষ্ঠিত

অনুষ্ঠিত হয়ে গেল ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ডব্লিউইউএসটি) কনভোকেশন ২০২২। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াস্থ এ বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীকে তুলে দেয়া হয় তাদের গ্র্যাজুয়েশন সনদ ও সম্মাননা। গত শনিবার ভার্জিনিয়ার জর্জসি মার্শাল হাইস্কুল মিলনায়তনে সম্পন্ন হয় এ গ্র্যাজুয়েশন সেরিমনি। কালো গাউন মাথায় গ্র্যাজুয়েশন হ্যাট পরে সেরিমনির মূল আকর্ষণ হয়ে শিক্ষার্থীরা তাদের সনদ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভার্জিনিয়ার ফ্যায়ার ফ্যাক্স কাউন্টির বোর্ড অব সুপারভাইজরের চেয়ারম্যান জেফরিসি ম্যাককে। বিজ্ঞপ্তি