ডরিন পাওয়ারের আয় বেড়েছে

শেয়ার বিজ: চলতি আর্থিক বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ডরিন পাওয়ার জেনারশেনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৯০ পয়সা। এটি আগের বছরের একই সময়ে ১ টাকা ৮৪ পয়সা ছিল। সেই হিসেবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৬ পয়সা।

অন্যদিকে প্রথম তিন প্রান্তিক শেষে (জুলাই- মার্চ) কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৬ টাকা ৯ পয়সা। এটি আগের বছরের একই সময়ে ছিল ৫ টাকা ১৭ পয়সা। সেই হিসেবে এক বছর আগের একই সময়ের তুলনায় কোম্পানিটির ইপিএস বেড়েছে ৯২ পয়সা।

আর তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ৩৮ টাকা ৫৮ পয়সায় দাঁড়িয়েছে। এটি গত বছর জুনে ছিল ৩৫ টাকা ৯৬ পয়সা।