Print Date & Time : 2 September 2025 Tuesday 1:17 am

ডাকাত সাজ্জাদকে গ্রেপ্তার করল কোস্টগার্ড

কুখ্যাত ডাকাত সাজ্জাদকে গ্রেপ্তার করল কোস্টগার্ড। গতকাল বুধবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় কর্ণফুলী নদীসংলগ্ন এলাকায় বাঁশখালীর একজন কুখ্যাত ডাকাত অস্ত্র বিক্রির উদ্দেশ্যে আসবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাতে কোস্ট গার্ড পূর্ব জোন কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন অস্ত্র বিক্রি করার সময় অস্ত্র ব্যবসায়ী সাজ্জাদ (৩০)কে বিক্রির উদ্দেশ্যে আনা একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড গুলিসহ হাতেনাতে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে অভিযান পরিচালনা করে ওই এলাকা থেকে ডাকাতির উদ্দেশ্যে লুকিয়ে রাখা আরও ২টি আগ্নেয়াস্ত্র, ২টি দেশীয় অস্ত্র এবং ৪ রাউন্ড গোলা জব্দ করা হয়।

উল্লেখ্য, এ অভিযানে কুখ্যাত ডাকাত সাজ্জাদসহ সর্বমোট ৩টি আগ্নেয়াস্ত্র, ২টি দেশীয় অস্ত্র, ৬ রাউন্ড গোলা, ১টি বাটন মোবাইল ও নগদ টাকা ২৭ হাজার জব্দ করা হয়। বিজ্ঞপ্তি