ডাবর ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তির অবসান করছে এসিআই

নিজস্ব প্রতিবেদক: ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে ডাবর ইন্টারন্যাশনাল, ইউকের সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এশিয়ান কনজ্যুমার কেয়ার (প্রা.) লিমিটেডের শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই লিমিটেড। একইসঙ্গে প্রিমিয়াফ্লেক্স প্লাস্টিক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে ডিমার্জার এবং মার্জার বিষয়ের খসড়া প্রস্তাব অনুমোদন করেছে কোম্পানিটি। গত বুধবার কোম্পানিটির ২০৪তম পর্ষদ সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, গত ২০০৩ সালের ৫ জুলাই ডাবর ইন্টারন্যাশনাল, ইউকের সঙ্গে যৌথ উদ্যোগ চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত এশিয়ান কনজ্যুমার কেয়ার (প্রা.) লিমিটেডের সব শেয়ার বিক্রি করে দেবে এসিআই। আর এই শেয়ার বিক্রির মাধ্যমে যৌথ উদ্যোগ চুক্তির অবসান করবে এসিআই লিমিটেড। জানা গেছে, এশিয়ান কনজ্যুমার কেয়ারের মোট শেয়ারের ২৪ শতাংশ ধারণ করছে এসিআই লিমিটেড। যেখানে মোট শেয়ার সংখ্যা ৮৪ লাখ ৮০ হাজার ১৮৭টি। শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। আর ওই শেয়ার বিক্রির মাধ্যমে ৬০ কোটি টাকা পাবে এসিআই। মূলত কোম্পানির মূল ব্যবসার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রবৃদ্ধি ও সম্প্রসারণের লক্ষ্যে এশিয়ান কনজ্যুমারের শেয়ার বিক্রি করছে এসিআই। উল্লেখ্য, এশিয়ান কনজ্যুমার কেয়ার লিমিটেড ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়। ডাবর ব্র্যান্ডের সাব-লাইসেন্সে নারিকেল তেল, মাথায় দেয়ার তেল, শ্যাম্পুসহ বিভিন্ন প্রসাধনী উৎপাদন ও বাজারজাত করে থাকে এই কোম্পানি।

এদিকে প্রিমিয়াফ্লেক্স প্লাস্টিক লিমিটেড (পিপিএল) থেকে প্লাস্টিক ব্যবসা আলাদা করে নতুন একটি প্রতিষ্ঠান এসিআই প্রিমিও প্লাস্টিক লিমিটেডের (পিপিএলের সাবসিডিয়ারি) অধীনে নিয়ে আসবে। অন্যদিকে এসিআই লিমিটেডের সঙ্গে পিপিএলের প্যাকেজিং ব্যবসাসহ অবশিষ্ট ব্যবসায়িক উদ্যোগের একীভূতকরণ সাপেক্ষে এবং ভোক্তাদের জন্য এসিআই প্রিমিও প্লাস্টিক লিমিটেডের আলাদা একটি নতুন ব্র্যান্ড তৈরি হবে। অর্থাৎ এসিআই প্রিমিও প্লাস্টিক আলাদা ব্র্যান্ডে পরিচিত হবে। তবে প্রিমিয়াফ্লেক্স প্লাস্টিকের ব্যাকওয়ার্ড লিংকেজ কার্যক্রম ভোক্তাদের জন্য সংযুক্ত থাকবে। কোম্পানি আইন ১৯৯৪ অনুযায়ী শেয়ারহোল্ডারদের সম্মতি এবং উচ্চ আদালতের অনুমতি সাপেক্ষে কোম্পানিটির এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এদিকে গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর দশমিক ৩২ শতাংশ বা ৯০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ২৭৯ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে ৯১ হাজার ৯৬৭ শেয়ার মোট ৬২৯ বার হাতবদল হয়, যার বাজারদর ২ কোটি ৫৬ লাখ ৯০ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ২৭৮ টাকা থেকে সর্বোচ্চ ২৮১ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ২৬৪ টাকা ৭০ পয়সা থেকে ৩৫১ টাকা ২০ পয়সায় হাতবদল হয়।

সর্বশেষ ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৬৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫০ পয়সা এবং ৩০ জুন তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬২ টাকা ৬৫ পয়সা।

কোম্পানিটি ১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ১৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৭২ কোটি ৫৭ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৮৬১ কোটি ৪ লাখ টাকা। কোম্পানির ৭ কোটি ২৫ লাখ ৭৬ হাজার ৭৮৮টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৩৫ দশমিক ২৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক ৪০ দশমিক ৭৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ২৩ দশমিক ৯৭ শতাংশ শেয়ার।