ডামুড্যায় চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

শরীয়তপুরের ডামুড্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্প্রতি চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই শতাধিক প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল, শিক্ষার্থীদের মাঝে মহান ভাষা দিবসের তাৎপর্য ও মূল্যবোধ তুলে ধরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভ সংঘ ডামুড্যা উপজেলা কমিটির সভাপতি ফজলে রাব্বি। অতিথি ছিলেন ভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবকর ছিদ্দিক রিটন ও সহকারী শিক্ষক বাবুল আক্তার। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি