Print Date & Time : 6 September 2025 Saturday 11:30 am

ডায়নামিক সানের শেয়ার অধিগ্রহণ করবে প্যারামাউন্ট টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক: ডায়নামিক সান এনার্জি প্রাইভেট লিমিটেডের (ডিএসপিএল) ৬১ লাখ ৯৯ হাজার ৮৬৭টি শেয়ার অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলস পিএলসি। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসপিএলের শাপুরজি পালোনজি ইনফ্রাস্ট্রাকচার ক্যাপিটালের মালিকানাধীন ৬১ লাখ ৯৯ হাজার ৮৫৯টি শেয়ার এবং সুনীল কুলকার্নির মালিকানাধীন আটটি শেয়ার অধিগ্রহণ করবে প্যারামাউন্ট টেক্সটাইলস। এর আগে ডায়নামিক সান এনার্জির পরিশোধিত মূলধনের ৪৯ শতাংশ অধিগ্রহণের সিদ্ধান্তের কথা জানায় প্যারামাউন্ট টেক্সটাইলস। তালিকাভুক্ত কোম্পানিটি ব্যবসা বহুমুখীকরণ কার্যক্রমের অংশ হিসেবে ডায়নামিক সানের সঙ্গে যৌথ উদ্যোগে পাবনায় অবস্থিত ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-টাইয়িডের সৌর বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ করতে চায়। এ প্রকল্পের চুক্তির মেয়াদ হবে ২০ বছর। এ বিদ্যুৎকেন্দ্রে উন্নয়ন প্রকল্পের জন্য আনুমানিক ব্যয় ধরা হয় ১ হাজার ৩০০ কোটি টাকা।