Print Date & Time : 9 September 2025 Tuesday 4:37 pm

ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ

নিজস্ব প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ্ চৌধুরী গুরুতর অসুস্থ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। বর্তমানে তিনি ঢাকাস্থ ধানমন্ডি নগর হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল শুক্রবার বিকালে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানান। ডা. জাফরুল্লাহ বেশ কিছুদিন থেকে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফীর অধীনে চিকিৎসা নিচ্ছেন। আমাদের বিজ্ঞ চিকিৎসকসহ দেশের স্বনামধন্য চিকিৎসকরা তার চিকিৎসার দেখভাল করছেন। এ মুহূর্তে সবার দোয়া খুবই দরকার।