নিজস্ব প্রতিবেদক: পাইলট প্রকল্প হিসেবে এ বছর ডিএনসিসির ছয়টি স্মার্ট হাটে বিভিন্ন ব্যাংক ও আর্থিকসেবা দানকারী প্রতিষ্ঠানের চ্যানেলে ৩৩ কোটি টাকা লেনদেন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। গতকাল রাজধানীর গুলশান-২ নগর ভবনে আয়োজিত ‘স্মার্ট হার্ট, স্মার্ট বাংলাদেশ’ ফলাফল ঘোষণা ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেয়র আতিক বলেন, এবারের হাটে যেসব চ্যালেঞ্জ ছিল বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছিÑএ বিষয়গুলো খতিয়ে সমাধান খুঁজে বের করতে।
ইসলামী ব্যাংক গাবতলী হাটে সর্বোচ্চ ছয় কোটি টাকা লেনদেন করেছে বলে জানানো হয়। ডিজিটাল মাধ্যমে ভবিষ্যতে কীভাবে এটিকে আরও বাড়ানো যায় সে লক্ষ্যে কাজ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে শুধু সহজেই লেনদেন হবে না, মানুষ বিপুল টাকা নিরাপদে লেনদেন করতে পারে। গাবতলীর পশুর হাটকেও ডিজিটাল লেনদেনের আওতায় আনা হবে।
ডিএনসিসি মেয়র বলেন, গাবতলী স্থায়ী পশুহাট। এখানে সারা বছরই পশু বেচাকেনা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু নিয়ে আসেন ব্যবসায়ীরা। তাই এটিকে আমরা স্মার্ট করতে চাই এবং এটি করতে আমরা খুব বেশি সময় নেব না।
আতিকুল ইসলাম বলেন, একজন খামারি যখন তাদের পশু নিয়ে শহরে আসেন প্রকৃতপক্ষে তাদের অনেক কষ্ট হয়। পশুগুলো বিক্রি করে বিক্রীত টাকা নিয়ে নিরাপদে বাড়ি ফেরার চিন্তাটাও তার মধ্যে থাকে। যাওয়ার সময় টাকা নিয়ে একজন খামারি যেন নির্বিঘ্নে নিরাপদে যেতে পারে সে জন্য আমরা এই ডিজিটাল লেনদেনের ব্যবস্থা করেছি। এর ফলে খামারিদের আর নগদ টাকা বহন করতে হচ্ছে না।
এ সময় তিনি অনলাইনভিত্তিক সেবা গ্রহণ করে নগরবাসীকে ডিএনসিসিকে একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, আপনারা যদি কোথাও ম্যানহোলের ঢাকনা খোলা, ফুটপাতে ময়লা, জলাবদ্ধতাসহ অন্য সমস্যা দেখেন দয়া করে ছবি তুলে ‘সবার ঢাকা’ অ্যাপে আপলোড করুন। কথা দিচ্ছি আমরা ২৪ ঘণ্টার মধ্যে সেটা সমাধান করার ব্যবস্থা নেব।
বিদ্যুৎ সাশ্রয়ে স্মার্ট এলইডি লাইট ব্যাপকভাবে কাজে লাগছে বলেও তিনি উল্লেখ করেন।
সাংবাদিকের প্রশ্নের জবাবে ডিএনসিসি মেয়র বলেন, ঢাকা শহরে ২৮ হাজার রিকশার লাইসেন্স দেয়া ছিল। কিন্তু এখন প্রায় ১০ লাখের বেশি রিকশা চলছে। এগুলো শৃঙ্খলার মধ্যে নেই, কোনো ডেটাবেজ নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগের অনিবন্ধিত রিকশা তুলে দিয়ে নতুন করে কিউআর কোডযুক্ত দুই লাখ রিকশা নিবন্ধন দেব।