Print Date & Time : 9 September 2025 Tuesday 3:49 pm

ডিএনসিসি মেয়রের সাথে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বাংলাদেশ এর আবাসিক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এর আবাসিক প্রতিনিধি স্টেফান লিল্লার।

সোমবার (১২ জুন ২০২৩) বিকেলে রাজধানীর গুলশানে নগর ভবনে ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলামের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় তাপমাত্রা নিয়ন্ত্রণ, সবুজায়ন, জলবায়ু উদ্বাস্তুদের জীবনমানের উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা, ইনোভেশন হাব প্রতিষ্ঠাসহ নগরীকে বাসযোগ্য করার জন্য যৌথভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বাংলাদেশ এর আবাসিক প্রতিনিধি।