Print Date & Time : 14 August 2025 Thursday 8:31 am

ডিএমপির ডিবি প্রধান হলেন রেজাউল করিম মল্লিক

শেয়ার বিজ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম মল্লিক।

আজ রোববার (১ সেপ্টেম্বর) তিনি ডিএমপির ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বলে জানা গেছে।

রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ১৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তা (ডিআইজি)।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান।