ডিএমপির নতুন কমিশনারকে বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির অভিনন্দন

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি ও বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের প্রধান হাবিবুর রহমান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়ায় বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন আহমেদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। এক অভিনন্দন বার্তায় জানানো হয়, একজন কর্মদক্ষ, সৃজনীশক্তিধর ও মেধাবী পুলিশ কর্মকর্তা রহমান বাংলাদেশ পুলিশ বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পেশাগত কাজের স্বীকৃতিস্বরূপ তিনি দু’বার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও দু’বার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) এ ভূষিত হয়েছেন। বেদে জনগোষ্ঠী ছাড়াও রাজবাড়ীর দৌলতদিয়ার যৌনকর্মী ও হিজড়াদের পুনর্বাসনে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন তিনি। তিনি রাজারবাগ পুলিশ লাইনসে অবস্থিত বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা সভাপতি। ক্রীড়ানুরাগী রহমান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক। বিজ্ঞপ্তি