Print Date & Time : 29 August 2025 Friday 2:12 pm

ডিএমপির মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১ হাজার ৩৩ পিস ইয়াবা, ২৭৬ গ্রাম ১৮০ পুরিয়া হেরোইন, ৩৩ কেজি ২২২ গ্রাম ৭০ পুড়িয়া গাঁজা ও ১১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

রোববার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (১৫ জানুয়ারি) সকাল ছয়টা থেকে আজ  রোববার (১৬ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। এসময় উল্লেখিত মাদক বিক্রি ও গ্রহণের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০ টি মামলা দায়ের করা হয়েছে।