Print Date & Time : 31 July 2025 Thursday 7:28 am

ডিএমপির মাদক বিরোধী অভিযান, গ্রেপ্তার ৬৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন বিভাগ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৮ হাজার ১০৬ পিস ইয়াবা, ২৪ কেজি ১৮৫ গ্রাম ৫৪০ পুরিয়া গাঁজা, ২৩৩ গ্রাম ৮৫ পুরিয়া হেরোইন, ৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ৪৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯ টি মামলা দায়ের করা হয়েছে।