Print Date & Time : 30 August 2025 Saturday 2:30 am

ডিএমপি মাদক বিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়।

সোমবার সকালে ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন বিভাগ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এ সময় তাদের কাছ থেকে ১১ হাজার ৭৯০ পিস ইয়াবা, ২৭৩ গ্রাম ১০২ পুরিয়া হেরোইন, ১ কেজি ৯৭৬ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা, ০.৯০ গ্রাম আইস ও ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩ টি মামলা দায়ের হয়েছে।