ডিএসইএক্স সূচক কমেছে ১৬৩ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানির শেয়ারদর কমায় সূচকের বড় পতন দেখা গেছে। এর আগের কার্যদিবসে সূচকের বড় পতন হয়েছিল। একইসঙ্গে আগের কার্যদিবসের চেয়ে গতকাল ডিএসইতে লেনদেনও কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৬৩ দশমিক ২৯ পয়েন্ট বা ২ দশমিক ৩৮ শতাংশ কমে ৬ হাজার ৬৭৬ দশমিক ১৪ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৩০ দশমিক ৫৭ পয়েন্ট বা ২ দশমিক ০৭ শতাংশ কমে এক হাজার ৪৪৫ দশমিক ১৪ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ৪৭ দশমিক ০৭ পয়েন্ট বা ১ দশমিক ৮৭ শতাংশ কমে দুই হাজার ৪৬৭ দশমিক ৯০ পয়েন্টে স্থির হয়।

ডিএসইতে এদিন মোট ৩৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১০টির এবং কমেছে ৩৬৫টির। বাকি ৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৯১৬ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৫০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন কমেছে প্রায় ১৪৪ কোটি টাকা।

ডিএসইতে এদিন ২৫ কোটি ৬৯ লাখ ৭৫ হাজার ২৫টি শেয়ার ২ লাখ ১৭ হাজার ৩৮১ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র দেখা গেছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে একই চিত্র দেখা গেছে।

ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ৫৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ২ টাকা ৪০ পয়সা কমেছে। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৭ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ৪ টাকা ৫০ পয়সা কমেছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ২৫ কোটি ৬৭ লাখ, ফরচুন শুজ লিমিটেডের ২৫ কোটি ২৫ লাখ, ওরিয়ন ফার্মা লিমিটেডের ২১ কোটি ৯৪ লাখ, আইএফআইসি ব্যাংক লিমিটেডের ১৭ কোটি ৫৪ লাখ, ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ১৭ কোটি ৮ লাখ টাকা, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ১৫ কোটি ৯২ লাখ, সাইফ পাওয়ারটেক লিমিটেডের ১৫ কোটি ৩৭ লাখ এবং ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেডের ১৪ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিকে ৬ দশমিক ০১ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে প্যাসিফিক ডেনিমস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ইয়াকিন পলিমার লিমিটেডের ১ দশমিক ৭৯ শতাংশ, এডিএন টেলিকম লিমিটেডের ১ দশমিক ২১ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডের ১ দশমিক ১২ শতাংশ, ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ১ শতাংশ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শূন্য দশমিক ৭২ শতাংশ, দি পেনিনসুলা চিটাগং লিমিটেডের শূন্য দশমিক ৫১ শতাংশ, হা ওয়েল টেক্সটাইলের শূন্য দশমিক ৪৪ শতাংশ এবং ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেডের দশমিক ৩১ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ২৯০ দশমিক ৮০ পয়েন্ট বা ২ দশমিক ৪২ শতাংশ কমে ১১ হাজার ৭০৮ দশমিক ৪৪ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৪৯০ দশমিক ৮৯ পয়েন্ট বা ২ দশমিক ৪৫ শতাংশ কমে ১৯ হাজার ৫০০ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ৩০৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ৯টির, কমেছে ২৮৪টির এবং ১১টির দর অপরিবর্তিত ছিল। গতকাল সিএসইতে লেনদেন হয় ৩৩ কোটি ৫৩ লাখ টাকার আর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৭ কোটি ৪৫ লাখ টাকার। অর্থাৎ আগের কার্যদিবসের তুলনায় গতকাল সিএসইতে লেনদেন কমেছে প্রায় ৪ কোটি টাকা।