Print Date & Time : 27 July 2025 Sunday 9:53 am

ডিএসইকে নতুন প্রকল্পের উৎপাদনের তথ্য জানিয়েছে জিপিএইচ ইস্পাত

নিজস্ব প্রতিবেদক: সম্প্রসারিত নতুন প্রকল্পের বাণিজ্যিক উৎপাদনের বিষয়ে জানিয়েছে প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড। গত ৫ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটির সম্প্রসারিত প্রকল্প সম্পর্কে জানতে চাইলে কোম্পানিটি তাদের সম্পর্কে বর্তমান উৎপাদন অবস্থা সম্পর্কে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি তাদের সম্পর্কে বর্তমান উৎপাদন অবস্থা সম্পর্কে জানাতে গিয়ে উল্লেখ করেছে যে, তাদের বর্তমানে এমএস বিলেটের গড় উৎপাদন তার রেট ধারণক্ষমতার প্রায় ৬০-৬৫ শতাংশ, আর এমএস রড উৎপাদন তার রেট ধারণক্ষমতার প্রায় ৫৫-৬০ শতাংশ রয়েছে, যা ধীরে ধীরে বাড়ছে। কোম্পানিটি আরও জানায়, কভিড-১৯ মাহামারির কারণে স্টিল বিম, এঙ্গেল, চ্যানেল, ফ্ল্যাট বার প্রভৃতি মিডিয়াম সেকশন পণ্য উৎপাদন এখনও শুরু হয়নি।

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ‘এ’ ক্যাটেগরির এ কোম্পানি। অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৯৭ কোটি ১০ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ১৩৪ কোটি ৭২ লাখ টাকা। কোম্পানিটির মোট ৩৯ কোটি ৭১ লাখ ৫ হাজার ৮৯১টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যানুযায়ী কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৪৯ দশমিক ৬১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৫ দশমিক ৯৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৪ দশমিক ৪২ শতাংশ শেয়ার রয়েছে।