Print Date & Time : 31 July 2025 Thursday 5:33 am

ডিএসইতে ইতিবাচক প্রবণতায় লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের উত্থানের মাধ্যমে লেনদেন চলছে। আজ মঙ্গলবার দিনের শুরুতে সূচকের কিছুটা পতন দেখা গেলেও বিক্রির চাপ বাড়ার সঙ্গে সঙ্গে উত্থান দেখা গেছে।

বেলা সাড়ে ১০টা, অর্থাৎ এ রিপোর্ট লেখা পর্যন্ত ডিএসইতে সূচকের মোট ১৪৮ কোটি ২৩ লাখ টাকার লেনদেন হয়। এ সময়ে লেনদেনে অংশ নেওয়া ১৭০ কোম্পানির শেয়ার ও ইউনিট দরের উত্থান দেখা যায়। এ সময় পর্যন্ত শেয়ারের দর কমেছে ২৪টি। অপরিবর্তিত অবস্থায় ছিল ৫৫ কোম্পানির শেয়ার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬০ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪৩৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরিয়াহ্্ সূচক ১০ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ২৮ পয়েন্ট বেড়েছে।