নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত থাকলেও সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে; একইসঙ্গে দৈনিক গড় লেনদেন ১৬ দশমিক ২৬ শতাংশ কমেছে। তবে গত সপ্তাহে বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ৫১ শতাংশ। আগের সপ্তাহে ৫ কার্যদিবস লেনদেন হয়েছে আর গত সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হয়।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৬৯ পয়েন্ট বা শূন্য দশমিক ২৩ শতাংশ কমে ৬ হাজার ২৫৭ দশমিক ১৫ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ দশমিক ২২ পয়েন্ট বা শূন্য দশমিক ২৪ শতাংশ কমে এক হাজার ৩৫৯ দশমিক ২৮ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে ডিএস৩০ সূচক ৮ দশমিক ৯০ পয়েন্ট বা শূন্য দশমিক ৪২ শতাংশ কমে দুই হাজার ১১৮ দশমিক ৯৪ পয়েন্টে স্থির হয়। মোট ৪০৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত ছিল ২১৩ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ৩৫টির। দৈনিক গড় লেনদেন হয় ৪৩৫ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় ৫১৯ কোটি ৫১ লাখ ৪০ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে ১৬ দশমিক ২৬ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইতে মোট টার্নওভার বা লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ১৭৫ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকা, আগের সপ্তাহে যা ছিল ২ হাজার ৫৯৭ কোটি ৫৬ লাখ ৯০ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টার্নওভার বেড়েছে, যা শতাংশের হিসাবে ১৬ দশমিক ২৬ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে প্যাসিফিক ডেনিমস লিমিটেড গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৮ দশমিক ২৮ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৮ কোটি ৮১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪৪ কোটি ৯ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৪ দশমিক ৮৪ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫২ কোটি ১০ লাখ ২০ হাজার টাকা।
এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২১ দশমিক ৬৩ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৩ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬৬ কোটি ৮৭ লাখ ৯০ হাজার টাকা।
খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৪ দশমিক ০৪ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১০ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫৪ কোটি ৮৫ লাখ ৩০ হাজার টাকা। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৩ দশমিক ৫৪ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৪ কোটি ৫৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২২ কোটি ৬৯ লাখ ৪০ হাজার টাকা। ইভিন্স টেক্সটাইল লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১২ দশমিক ৭৭ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২ কোটি ৪৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১২ কোটি ১৬ লাখ ৭০ হাজার টাকা। দি ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১২ দশমিক ১২ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১১ কোটি ৯৬ লাখ টাকা। এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১০ দশমিক ৬২ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৪ কোটি ৬৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৩ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকা। কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১০ দশমিক ৪৮ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩ কোটি ৭৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৮ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা। সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৭ দশমিক ৮০ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৮ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪৩ কোটি ৩ লাখ ৯০ হাজার টাকা।
গত সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে আসে ফু-ওয়াং ফুড লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ২ কোটি ১৮ লাখ ১৩ হাজার ৩৯৭টি শেয়ার ৭০ কোটি ৭৯ লাখ ৩০ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৩ দশমিক ২৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩ দশমিক ৩১ শতাংশ কমেছে।