নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর কমার পাশাপাশি সূচকের নেতিবাচক প্রবণতা দেখা গেছে; একইসঙ্গে দৈনিক গড় লেনদেন ২৫ দশমিক ৪০ শতাংশ কমেছে। অন্যদিকে গেল সপ্তাহের বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ৪১ শতাংশ। আগের সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে আর গত সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হয়।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৮ দশমিক ১৪ পয়েন্ট বা এক দশমিক ১০ শতাংশ কমে সাত হাজার ২৭ দশমিক ৫৫ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক আট দশমিক ৪২ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৬ শতাংশ কমে এক হাজার ৪৯৯ দশমিক ৯৭ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে ডিএস৩০ সূচক ৩৩ দশমিক শূন্য চার পয়েন্ট বা এক দশমিক ২৫ শতাংশ কমে দুই হাজার ৬০২ দশমিক ৩৪ পয়েন্টে স্থির হয়। মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ২৬৮টির এবং অপরিবর্তিত ছিল ২১ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি চারটির। দৈনিক গড় লেনদেন হয় এক হাজার ২২৯ কোটি ৮৫ লাখ ৭৭ হাজার ৫৮৪ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় এক হাজার ৬৪৮ কোটি ৬৩ লাখ ৮৫ হাজার ২৭ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে ২৫ দশমিক ৪০ শতাংশ।
গেল সপ্তাহে ডিএসইতে মোট টার্নওভার বা লেনদেনের পরিমাণ দাঁড়ায় ছয় হাজার ১৪৯ কোটি ২৮ লাখ ৮৭ হাজার ৯২০ টাকা। আগের সপ্তাহে যা ছিল আট হাজার ২৪৩ কোটি ১৯ লাখ ২৫ হাজার ১৩৫ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টার্নওভার কমেছে; যা শতাংশের হিসেবে ২৫ দশমিক ৪০ শতাংশ।
ডিএসইতে গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার বাজার মূলধন ছিল পাঁচ লাখ ৬৫ হাজার ২৩৫ কোটি ২৩ লাখ টাকা। শেষ কার্যদিবসে যার পরিমাণ ছিল পাঁচ লাখ ৬২ হাজার ৯০২ কোটি ৯৬ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ৪১ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬০ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৬ হাজার ৮০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৮৪ হাজার টাকা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা কুইন সাইথ টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৭ দশমিক ৩৪ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৩ কোটি ৫১ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬৭ কোটি ৫৮ লাখ ৯০ হাজার টাকা।
এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৫ দশমিক ২৯ শতাংশ। ইয়াকিন পলিমার লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৩ দশমিক ৭৮ শতাংশ। পঞ্চম অবস্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের ১৮ দশমিক ৩২ শতাংশ বেড়েছে। মালেক স্পিনিং মিলস লিমিটেডের ১৪ দশমিক ৯২ শতাংশ শেয়ারদর বেড়েছে। প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৪ দশমিক ৭৭ শতাংশ। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ১৪ দশমিক শূন্য তিন শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে সাত কোটি ৪৮ লাখ ৫৭ হাজার ৮০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩৭ কোটি ৪২ লাখ ৮৯ হাজার টাকা।
বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ১৩ দশমিক ৪০ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে এক কোটি ৬২ লাখ ৮৫ হাজার ৮০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় আট কোটি ১৪ লাখ ২৯ হাজার টাকা। এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের ১৩ দশমিক ২০ শতাংশ শেয়ারদর বেড়েছে। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে দুই কোটি ৭৫ লাখ ২৩ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৩ কোটি ৭৬ লাখ ১৯ হাজার টাকা।
গত সপ্তাহে লেনদেনের শীর্ষে উঠে আসে বিবিধ খাতের কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। সপ্তাহজুড়ে কোম্পানিটির তিন কোটি ১১ লাখ ২৫ হাজার ৭৬৪টি শেয়ার ৪৮৫ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের সাত দশমিক ৯০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর চার দশমিক ৩০ শতাংশ কমেছে।