নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বৃদ্ধির পাশাপাশি সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে; তবে দৈনিক গড় লেনদেন পাঁচ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে গেল সপ্তাহের বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ৭৯ শতাংশ। আগের সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে আর গত সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হয়।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ দশমিক ৫৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৭০ শতাংশ বেড়ে ছয় হাজার ৯৮৪ দশমিক ৭৪ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১৬ দশমিক ৫৪ পয়েন্ট বা এক দশমিক ১৩ শতাংশ বেড়ে এক হাজার ৪৭৫ দশমিক ৪৬ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে ডিএস৩০ সূচক শূন্য দশমিক ১৪ পয়েন্ট বা তিন দশমিক ৭৫ শতাংশ কমে দুই হাজার ৬৩২ দশমিক ১৯ পয়েন্টে স্থির হয়। মোট ৩৮৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২৭৮টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত ছিল ২৩ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি চারটির। দৈনিক গড় লেনদেন হয় এক হাজার ৬১ কোটি ৮০ লাখ ২৯ হাজার টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় এক হাজার সাত কোটি ৯৯ লাখ ৫৫ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন বেড়েছে পাঁচ দশমিক ৩৪ শতাংশ।
গেল সপ্তাহে ডিএসইতে মোট টার্নওভার বা লেনদেনের পরিমাণ দাঁড়ায় পাঁচ হাজার ৩০৯ কোটি এক লাখ ৪৬ হাজার টাকা। আগের সপ্তাহে যা ছিল পাঁচ হাজার ৩৯ কোটি ৯৭ লাখ ৭৬ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টার্নওভার বেড়েছে, যা শতাংশের হিসেবে পাঁচ দশমিক ৩৪ শতাংশ।
ডিএসইতে গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার বাজার মূলধন ছিল পাঁচ লাখ ৫২ হাজার ৮৪০ কোটি ৬২ লাখ টাকা। শেষ কার্যদিবসে যার পরিমাণ ছিল পাঁচ লাখ ৫৭ হাজার ১৯০ কোটি ৪৭ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ৭৯ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৯ দশমিক ৬১ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে পাঁচ কোটি ১০ লাখ ৭২ হাজার ২০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৫ কোটি ৫৩ লাখ ৬১ হাজার টাকা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফাইন ফুডস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৯ দশমিক ২৫ শতাংশ। এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি (প্রাণ) লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৮ দশমিক ৫২ শতাংশ। জেমিনি সি ফুড লিমিটেডের বেড়েছে ২৮ দশমিক ৩৬ শতাংশ। পঞ্চম অবস্থানে থাকা ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের ২৭ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে। ফু ওয়াং ফুড লিমিটেডের ২৫ দশমিক ১৮ শতাংশ, মেট্রো স্পিনিং মিলস লিমিটেডের ২৪ দশমিক ৬২ শতাংশ, এপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের ২২ দশমিক ৮৯ শতাংশ, সুহƒদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২১ দশমিক ৫৭ শতাংশ এবং আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেডের ২১ দশমিক ৪৯ শতাংশ শেয়ারদর বেড়েছে।
গত সপ্তাহে লেনদেনের শীর্ষে উঠে আসে বিবিধ খাতের কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির দুই কোটি ৯৭ লাখ ৪৪ হাজার ৬৯৬টি শেয়ার ৪৯৬ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৯ দশমিক ৩৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর দুই দশমিক ৭৯ শতাংশ কমেছে। আর লেনদেনের এ তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে আসে ওয়ান ব্যাংক লিমিটেড। সপ্তাহজুড়ে ‘এ’ ক্যাটেগরির কোম্পানিটির ১১ কোটি ৯ লাখ ৯ হাজার ৮২৩টি শেয়ার ২১৩ কোটি ৪৩ লাখ ৮৩ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের চার দশমিক শূন্য দুই শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর চার দশমিক ৬৯ শতাংশ কমেছে। লেনদেনের এ তালিকায় পরের অবস্থানে ছিল জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির পাঁচ কোটি ১৯ লাখ ১৫৪টি শেয়ার ১৩৭ কোটি ১৫ লাখ ৭৮ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের দুই দশমিক ৫৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১০ দশমিক শূন্য আট শতাংশ বেড়েছে। চতুর্থ অবস্থানে ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। পঞ্চম অবস্থানে ছিল আইএফআইসি ব্যাংক লিমিটেড। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এরপরের অবস্থানে ছিল যথাক্রমে জেনেক্স ইনফোসিস লিমিটেড, ওরিয়ন ফার্মা লিমিটেড, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড।