সপ্তাহের ব্যবধান

ডিএসইতে গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন সাত শতাংশ কমেছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর কমার পাশাপাশি সূচকের নেতিবাচক প্রবণতা দেখা গেছে; একইসঙ্গে দৈনিক গড় লেনদেন ৬ দশমিক ৯০ শতাংশ কমেছে। অন্যদিকে গত সপ্তাহের বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ৬৬ শতাংশ। আগের সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে, আর গত সপ্তাহে চার কার্যদিবস লেনদেন হয়।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ দশমিক ২৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৫ শতাংশ কমে ৬ হাজার ৫৮৪ দশমিক ৯৭ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৫ দশমিক ৮২ পয়েন্ট বা শূন্য দশমিক ৪০ শতাংশ কমে এক হাজার ৪৪৭ দশমিক ৭৯ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে ডিএস৩০ সূচক ১১ দশমিক ১৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৫ শতাংশ কমে দুই হাজার ৪৪০ দশমিক ৪৫ পয়েন্টে স্থির হয়। মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ২৮০টির এবং অপরিবর্তিত ছিল ২৮ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ৯টির। দৈনিক গড় লেনদেন হয় ৫৬৫ কোটি ৯১ লাখ ৯২ হাজার ৭২৭ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় ৬০৭ কোটি ৮৫ লাখ ৪৯ হাজার ৯১৪ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে ৬ দশমিক ৯০ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে মোট টার্নওভার বা লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ২৬৩ কোটি ৬৭ লাখ ৭০ হাজার ৯০৬ টাকা, আগের সপ্তাহে যা ছিল ৩ হাজার ৩৯ কোটি ২৭ লাখ ৪৯ হাজার ৫৭১ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টার্নওভার কমেছে, যা শতাংশের হিসেবে ২৫ দশমিক ৫২ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার বাজার মূলধন ছিল পাঁচ লাখ ৩২ হাজার ৫৩৯ কোটি ৭২ লাখ টাকা, শেষ কার্যদিবসে যার পরিমাণ ছিল পাঁচ লাখ ২৯ হাজার ২৪ কোটি ৬৫ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ৬৬ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪৫ দশমিক ৬১ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৬ লাখ ৪২ হাজার ৫০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬৫ লাখ ৭০ হাজার টাকা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্স শেয়ারদর বেড়েছে ১১ দশমিক ৪৫ শতাংশ। এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১০ দশমিক ১৫ শতাংশ। সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৫০ শতাংশ। পঞ্চম অবস্থানে থাকা এপেক্স ট্যানারি লিমিটেডের ৮ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে।