ডিএসইতে দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর কমলেও সূচক ও লেনদেনের উত্থান অব্যাহত রয়েছে। গতকালও লেনদেন আগের কার্যদিবসের তুলনায় ৩৭৯ কোটি টাকা বেড়ে দুই হাজার কোটি টাকায় ছাড়িয়েছে, যা কিনা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে গত ১৭ জানুয়ারি দুই হাজার ৩৮৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এদিন মোট ৩৬৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১৩২টির এবং কমেছে ১৭৬টির। বাকি ৫৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ২ হাজার ৯৯ কোটি ৫ লাখ ১৫ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৭১৯ কোটি ৬৩ লাখ ৪১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ লেনদেন বেড়েছে ৩৭৯ কোটি ৪১ লাখ টাকা। এদিন ৭২ কোটি চার লাখ ৭০ হাজার ২৯১টি শেয়ার ২ লাখ ৬৬ হাজার ৮২৬ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত সূচকের উত্থান-পতনের চিত্র দেখা গেছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৩ দশমিক ৯০ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ বেড়ে ৫ হাজার ৮৭৩ দশমিক ১৩ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১ দশমিক ২৭ পয়েন্ট বা শূন্য দশমিক ০৯ শতাংশ বেড়ে এক হাজার ২৮২ দশমিক ৪০ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ৬ দশমিক ২০ পয়েন্ট বা শূন্য দশমিক ২৮ শতাংশ বেড়ে ২ হাজার ২০১ পয়েন্টে স্থির হয়। গতকাল ডিএসইর বাজার মূলধন ৭৮৭ কোটি ৬১ লাখ ৬৬ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৯৫ হাজার ৭৪২ কোটি ৬৮ লাখ ৪৯ হাজার টাকায়।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। কোম্পানিটির ১৭৫ কোটি ৯৩ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর তিন টাকা ২০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা প্রাইম ব্যাংক লিমিটেডের ৮২ কোটি ৭২ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ৪০ পয়সা বেড়েছে। লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ৬৩ কোটি ৩২ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর দুই টাকা বেড়েছে। সাইফ পাওয়ারটেক লিমিটেডের ৫০ কোটি ২৩ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারদর ৮০ পয়সা কমেছে। এর পরের অবস্থানগুলোয় থাকা এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ৪৩ কোটি ৯৫ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৯৩ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৯২ শতাংশ, সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ৯ দশমিক ৯২ শতাংশ ও জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৯ দশমিক ৮৭ শতাংশ শেয়ারদর বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৯৬ দশমিক ১৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৪ শতাংশ বেড়ে ১০ হাজার ২৭৯ দশমিক ১৭ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৫৮ দশমিক ২৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৩ শতাংশ কমে ১৭ হাজার ৫২ দশমিক ৪৫ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৩৪টির এবং ৩৪টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে ১২৭ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৩৫৪ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬০ কোটি ৭৪ লাখ ৫০ হাজার ৩১৪ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন বেড়েছে ৬৬ কোটি ৮৩ লাখ ৯ হাজার টাকা।