Print Date & Time : 22 July 2025 Tuesday 4:57 am

ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে আট দশমিক ৪০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন কমেছে আট দশমিক ৪০ শতাংশ। আর বাজার মূলধন কমেছে এক দশমিক ৮৪ শতাংশ। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৭ দশমিক ৪৮ পয়েন্ট বা এক দশমিক ৯৮ শতাংশ কমে পাঁচ হাজার ৩২৭ দশমিক ২২ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ২৯ দশমিক ৯৯ পয়েন্ট বা দুই দশমিক ৪০ শতাংশ কমে এক হাজার ২১৭ দশমিক ৬৯ পয়েন্টে পৌঁছায়। ডিএস৩০ সূচক ৫২ দশমিক ৯৯ পয়েন্ট বা দুই দশমিক ৫ শতাংশ কমে দুই হাজার ২০ দশমিক ৯০ পয়েন্টে স্থির হয়। মোট ৩৭৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ২২১টির এবং অপরিবর্তিত ছিল ৯৪ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি পাঁচটির। দৈনিক গড় লেনদেন হয় ৬০১ কোটি ৭৬ লাখ ৮৫ হাজার ৯৭২ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় ৬৫৬ কোটি ৯৬ লাখ ৪৫ হাজার ৫৩০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে আট দশমিক ৪০ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২১ দশমিক ০৯ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে তিন কোটি ৮৬ লাখ ১৯ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৯ কোটি ৩০ লাখ ৯৫ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ‘এ’ ক্যাটেগরির বিমা খাতের এই কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৯ দশমিক ৮৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন এক কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে সাত কোটি ১১ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। ‘বি’ ক্যাটেগরির এ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৪ দশমিক ৫৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন ৩৭ লাখ ৬৭ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে এক কোটি ৮৮ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার।

এর পরের অবস্থানে থাকা ‘এ’ ক্যাটেগরির পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১১ দশমিক ৭১ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানির প্রতিদিন এক কোটি ৪১ লাখ ৯৪ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে সাত কোটি ৯ লাখ ৭১ হাজার টাকার শেয়ার। আর পঞ্চম অবস্থানে থাকা ‘এ’ ক্যাটেগরির কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১১ দশমিক ২২ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন এক কোটি ৩১ লাখ ১৯ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ছয় কোটি ৫৫ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার।

তালিকা ষষ্ঠ অবস্থানে থাকা ‘বি’ ক্যাটেগরির প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ১৫ শতাংশ। এর পরের অবস্থানে থাকা ‘এ’ ক্যাটেগরির রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আট দশমিক ৭৬ শতাংশ শেয়ারদর বেড়েছে। মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আট দশমিক ১৭ শতাংশ শেয়ারদর বেড়েছে। নবম অবস্থানে থাকা ‘বি’ ক্যাটেগরির পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে আট দশমিক ১৫ শতাংশ। তালিকার সর্বশেষ অবস্থানে থাকা ‘এ’ ক্যাটেগরির বিমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে সাত দশমিক ৩৮ শতাংশ।

ডিএসইতে টার্নওভারের দিক থেকে শীর্ষে ছিল বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। সপ্তাহজুড়ে ‘বি’ ক্যাটেগরির কোম্পানিটির চার কোটি ৭৯ লাখ ৩০ হাজার ৭৫৬টি শেয়ার ৩৫৭ কোটি সাত লাখ ১৫ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ১১ দশমিক ৮৭ শতাংশ।

তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির এক কোটি ১১ লাখ চার হাজার ৫০টি শেয়ার ২০৩ কোটি ৩১ লাখ ৩৬ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ছয় দশমিক ৭৬ শতাংশ। তালিকায় তৃতীয় স্থানে ছিল রবি আজিয়াটা লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির তিন কোটি ৫১ লাখ ৭৩ হাজার ৫৭৫টি শেয়ার ১৬০ কোটি ৩৭ লাখ ১১ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের পাঁচ দশমিক ৩৩ শতাংশ। আর চতুর্থ অবস্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের সপ্তাহজুড়ে চার কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৯৬টি শেয়ার ১২৮ কোটি ৬০ লাখ চার হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের চার দশমিক ২৭ শতাংশ।