ডিএসইতে দৈনিক গড় লেনদেন ২০ শতাংশ বেড়েছে


নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর কমায় ডিএসইর প্রধান সূচকের পতন দেখা গেছে। তবে দৈনিক গড় লেনদেন ১৭ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে। অন্যদিকে গত সপ্তাহে বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ৩৩ শতাংশ। আগের সপ্তাহে চার কার্যদিবস লেনদেন হয়েছে, আর গত সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হয়। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ২৩৫টির এবং অপরিবর্তিত ছিল ১৯ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ১৮টির। দৈনিক গড় লেনদেন হয় ৪৮৭ কোটি ২৭ লাখ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছিল ৪০৬ কোটি ৭৭ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন বেড়েছে ১৭ দশমিক ৭৯ শতাংশ।
এদিকে গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ওঠে এসেছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৭ দশমিক ৬১ শতাংশ। এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে শেয়ারদর ৮ দশমিক ৭৪ শতাংশ বা ২২ টাকা বেড়ে প্রতিটি সর্বশেষ ২৭৩ টাকা ৬০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনভর শেয়ারদর ২৬০ টাকা থেকে ২৭৩ টাকা ৬০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনজুড়ে ১ লাখ ৯২ হাজার ৪০টি শেয়ার মোট ৯৬২ বার হাতবদল হয়, যার বাজারদর ৫ কোটি ২১ লাখ ৭০ হাজার টাকা। গত এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ারদর ১৭১ টাকা থেকে ৩৭১ টাকার মধ্যে ওঠানামা করে।
কোম্পানিটি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৫৬ কোটি ৫০ লাখ টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ ৩২৩ কোটি ১৮ লাখ টাকা। কোম্পানিটির মোট ৫ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৫৮০ শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৬০ দশমিক ৬৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৮ দশমিক ৪২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক ০৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে বাকি ১০ দশমিক ৮৭ শতাংশ শেয়ার রয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ২৩ দশমিক ৫৩ শতাংশ। এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ২০ শতাংশ। ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৮ দশমিক ০৬ শতাংশ। পঞ্চম অবস্থানে থাকা এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ওয়ানের ১৭ দশমিক ১৪ শতাংশ বেড়েছে। ইস্টার্ন কেবলস লিমিটেডের ১৬ দশমিক ৩৩ শতাংশ শেয়ারদর বেড়েছে, এম্বি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৪ দশমিক ৯১ শতাংশ শেয়ারদর বেড়েছে, বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের ১৪ দশমিক ১৪ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ারদর বেড়েছে ১৪ দশমিক ০৫ শতাংশ এবং জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের ১৩ দশমিক ৬১ শতাংশ শেয়ারদর বেড়েছে।
গত সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষে অবস্থান করে বাংলাদেশ শিপিং করপোরেশন। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অবদান ৫ দশমিক ১০ শতাংশ। এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ৪ দশমিক ০৩ শতাংশ বা ৩ টাকা ৮০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৯৮ টাকা ২০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। ওইদিন কোম্পানিটির ৩৮ লাখ ৯০ হাজার ৮৭৬টি শেয়ার মোট ৬ হাজার ৩৫৫ বার হাতবদল হয়। যার বাজার দর ৩৮ কোটি ৩৩ লাখ ৪০ হাজার টাকা। দিনজুড়ে ওইদিন শেয়ারদর সর্বনি¤œ ৯৪ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ১০০ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে কোম্পানির শেয়ারদর ৫৩ টাকা ১০ পয়সা থেকে ১২২ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করে।
লেনদেনের তালিকায় এর পরের অবস্থানে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মোট লেনদেনে অবদান ছিল ৪ দশমিক ৭৯ শতাংশ, এরপরে মোট লেনদেনের ৩ দশমিক ৫৩ শতাংশ ছিল বীচ হ্যাচারি লিমিটেডের, ৩ দশমিক ১৩ শতাংশ ছিল শাইনপুকুর সিরামিকস লিমিটেডের, এছাড়া মোট লেনদেনে সান লাইফ ইন্স্যুরেন্সের ২ দশমিক ৪৭ শতাংশ।
, এসিআই লিমিটেডের ১ দশমিক ৯৪ শতাংশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১ দশমিক ৮৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ১ দশমিক ৮২ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১ দশমিক ৭৬ শতাংশ এবং নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির ১ দশমিক ৭৪ শতাংশ অবদান ছিল।