Print Date & Time : 6 July 2025 Sunday 12:10 am

ডিএসইতে পিই রেশিও কমেছে পাঁচ দশমিক ৪১%

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে এক দশমিক ৩২ পয়েন্ট বা চার দশমিক ৪১ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করে ১১ দশমিক ৮৮ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১২ দশমিক ৫৬ পয়েন্ট। পিই রেশিও ১৫-এর নিচে অবস্থান করছে।

গত সপ্তাহ শেষে খাতভিত্তিক পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতে পিই রেশিও অবস্থান ছয় দশমিক পাঁচ পয়েন্টে, সিমেন্ট খাতে ২৯ দশমিক আট, সিরামিক খাতে ৩০, প্রকৌশল খাতে ১৫ দশমিক চার, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ২২ দশমিক ৯, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১৩ দশমিক আট, সাধারণ বিমা খাতে ১৩ দশমিক পাঁচ, তথ্য ও প্রযুক্তি খাতে  ২২ দশমিক তিন পয়েন্টে। এছাড়া বিবিধ খাতে ১৮ দশমিক ছয় পয়েন্টে, আর্থিক খাতে ৬৫, ওষুধ ও রসায়ন খাতে ১৬ দশমিক চার, সেবা ও আবাসন খাতে ১৫, চামড়া খাতে ২৩ দশমিক এক, টেলিযোগাযোগ খাতে ১১ পয়েন্টে অবস্থান করছে।