নিজস্ব প্রতিবেদক : সদ্য বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। মূল্য সূচকের সাথে ডিএসইর লেনদেন ও বাজার মূলধনও রয়েছে ইতিবাচক। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ৮২১ কোটি টাকার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬১ হাজার ৫৬৫ কোটি ২১ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৫০ হাজার ৭৪৩ কোটি টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন বেড়েছে ১ দশমিক ৬৬ শতাংশ বা ১০ হাজার ৮২১ টাকা ৭৫ লাখ টাকা।
এদিকে ডিএসইতে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। সপ্তাহজুড়ে ডিএসইতে ১ হাজার ৮১২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৬২৬ কোটি ৮৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১৮৫ কোটি ৯৮ লাখ টাকার লেনদেন বেড়েছে।
ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৭৮ দশমিক ৪২ পয়েন্ট বা ১ দশমিক ৬৫ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৩২ পয়েন্টে অবস্থান করছে।
বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৩৭.৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮২০ পয়েন্টে অবস্থান করছে।
সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই এস বা শরীয়াহ সূচক। সূচকটি ২১ দশমিক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৯ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৬৮টির, কমেছে ৮৯টির এবং অপরবর্তিত রয়েছে ৩৬টির।