ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: উভয় পুঁজিবাজারে সপ্তাহের প্রথমদিনে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ও ডিএসই শরিয়াহ্ সূচক ইতিবাচক হলেও ডিএস ৩০ সূচক কমেছে। লেনদেনও কমেছে। প্রায় সমানসংখ্যক কোম্পানির শেয়ারদর বেড়েছে ও কমেছে। লেনদেন আগের দিনের তুলনায় সামান্য কমেছে। ডিএসইতে গতকাল লেনদেনের শুরুতে সূচকের উত্থান হলেও সাড়ে ১১টার দিকে সূচকের পতন শুরু হয়। ধীরে ধীরে পতন হতে থাকে সূচকের। বেলা দেড়টার দিকে সামান্য উত্থান হলে লেনদেন শেষে ডিএসইএক্স সূচককে দুই দশমিক ৩২ পয়েন্ট বা দশমিক শূন্য চার শতাংশ ইতিবাচক থাকতে দেখা যায়। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় বেশিরভাগ শেয়ারদর ও লেনদেন বেড়েছে। এদিন ইসলামী ব্যাংকের বড় অঙ্কের লেনদেন হওয়াতে লেনদেনে ইতিবাচক গতি দেখা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দুই দশমিক ৩২ পয়েন্ট বা দশমিক শূন্য চার শতাংশ বেড়ে পাঁচ হাজার ৩২৩ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করে।
ডিএসইএস বা শরিয়াহ্ সূচক তিন দশমিক ৫৯ পয়েন্ট বা দশমিক ২৯ শতাংশ বেড়ে এক হাজার ২৩১ দশমিক ২১ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক চার দশমিক ৬৩ পয়েন্ট বা দশমিক ২৪ শতাংশ কমে এক হাজার ৮৯২ দশমিক ৯৪ পয়েন্টে অবস্থান করে। গতকাল ডিএসইর বাজার মূলধন তিন লাখ ৯৬ হাজার ৩৮২ কোটি টাকা হয়। ডিএসইতে গতকাল লেনদেন হয় ৩৫১ কোটি ৮৪ লাখ ছয় হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৫২ কোটি ১৩ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসেবে লেনদেন কমেছে ২৯ লাখ টাকা। এদিন আট কোটি ৪২ লাখ ৫৭ হাজার ২০৮টি শেয়ার এক লাখ দুই হাজার ৯৩৬ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৪৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১৪২টির ও অপরিবর্তিত ছিল ৬০টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ফরচুন সুজ। কোম্পানিটির ২৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। দর বেড়েছে দুই টাকা ২০ পয়সা। দ্বিতীয় অবস্থানে থাকা ইউনাইটেড পাওয়ারের ২১ কোটি ৮৬ লাখ টাকা লেনদেন হয়। দর বেড়েছে পাঁচ টাকা ৯০ পয়সা। মুন্নু সিরামিকের ২০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। দর বেড়েছে ১০ টাকা ৫০ পয়সা। এরপর বিএসসিসিএলের ১৮ কোটি টাকার, ন্যাশনাল টিউবসের ১১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এরপরের অবস্থানগুলোয় ছিল ড্যাফোডিল কম্পিউটার্স, ইস্টার্ন কেব্লস, প্রিমিয়ার ব্যাংক, মুন্নু জুট স্টাফলার্স ও এসকোয়্যার নিট। আট দশমিক ৭৫ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে স্টান্ডার্ড সিরামিক। এরপর বঙ্গজের দর আট দশমিক ১৭ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের দর ছয় দশমিক ২৫ শতাংশ, মুন্নু স্টাফলার্সের দর ছয় দশমিক ২৫ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের দর ছয় দশমিক শূন্য দুই শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের দর পাঁচ দশমিক ৭৪ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের দর পাঁচ দশমিক ৬৩ শতাংশ, ফরচুন সুজের দর পাঁচ দশমিক ৫৮ শতাংশ, রেকিট বেনকিজারের দর চার দশমিক ৯৯ শতাংশ ও এসকোয়্যার নিটের দর চার দশমিক ৫৮ শতাংশ বেড়েছে।
অন্যদিকে ছয় দশমিক ৯১ শতাংশ দর কমেছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের। রিপাবলিক ইন্স্যুরেন্সের দর ছয় দশমিক ৪৫ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের দর ছয় দশমিক ৪২ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের দর পাঁচ দশমিক ৯৫ শতাংশ, বিআইএফসির দর পাঁচ দশমিক ৪৫ শতাংশ, আরএন স্পিনিংয়ের দর চার দশমিক ৯১ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের দর চার দশমিক ৮৬ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের দর চার দশমিক ৭৫ শতাংশ, কর্ণফুলী ইন্স্যুরেন্সের দর চার দশমিক ৩২ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের দর চার দশমিক ১০ শতাংশ কমেছে।
সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক দুই দশমিক ৬৩ পয়েন্ট বা দশমিক শূন্য দুই শতাংশ বেড়ে ৯ হাজার ৮৪৫ দশমিক ৫৫ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই চার দশমিক ৮৭ পয়েন্ট বা দশমিক শূন্য তিন শতাংশ বেড়ে ১৬ হাজার ২৬৯ পয়েন্টে অবস্থান করে। তবে সিএসই৫০ সূচক নেতিবাচক অবস্থানে ছিল। গতকাল সর্বমোট ২৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত ছিল ৩৪টির দর।
সিএসইতে এদিন ৪৮ কোটি ৯১ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৮ কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ৯৭৬ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসেবে লেনদেন বেড়েছে ৩০ কোটি ১২ লাখ টাকা। সিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে অবস্থান করে ইসলামী ব্যাংক। কোম্পানিটির ৩৫ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এরপর ড্যাফোডিল কম্পিউটার্সের এক কোটি ৮৮ লাখ টাকার, ডরিন পাওয়ারের এক কোটি ৪৩ লাখ টাকার, বিএসসিসিএল ৯২ লাখ টাকার, এসকোয়্যার নিটের ৬০ লাখ টাকার, ফরচুন শুজের ৪৬ লাখ টাকার, বেক্সিমকোর ৪৪ লাখ টাকার, বিএসসির সাড়ে ২৮ লাখ টাকার ও আইএফআইসির সাড়ে ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।