নিজস্ব প্রতিবেদক: উভয় বাজারে গতকাল সূচক ও লেনদেন কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের পাশাপাশি লেনদেন কমেছে প্রায় ১০২ কোটি টাকা। বেশিরভাগ শেয়ারের দর কমেছে। গতকাল লেনদেনের শুরুতে সূচক কিছুটা বেড়ে আবার নামতে শুরু করে। বেলা ১২টা পর্যন্ত নামার পরে আবার বাড়তে শুরু করে। বেলা ১টার দিকে শেয়ার বিক্রির চাপ বেড়ে গেলে সূচক ফের নামতে শুরু করে। শেষ পর্যন্ত এই পতন অব্যাহত থাকে। লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক কমে প্রায় সাত পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি সূচক পতনের পাশাপাশি লেনদেন কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ছয় দশমিক ৪৫ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ কমে পাঁচ হাজার ৮৫৫ দশমিক ৮৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক তিন দশমিক ১৪ পয়েন্ট বা দশমিক ২৪ শতাংশ কমে এক হাজার ৩০৪ দশমিক ২৪ পয়েন্টে আর ডিএস৩০ সূচক এক দশমিক শূন্য তিন পয়েন্ট বা দশমিক শূন্য চার শতাংশ কমে দুই হাজার ১০২ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে গতকাল লেনদেন হয় ৮৭৬ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৭৮ কোটি আট লাখ ২০ হাজার টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ১০১ কোটি ৬০ লাখ টাকা। এদিন ডিএসইর বাজার মূলধন ছিল তিন লাখ ৯৫ হাজার ৯০৩ কোটি ৬০ লাখ ১৮ হাজার ৫৭৩ টাকা। ২৩ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার ৭২৯টি শেয়ার এক লাখ ৩৭ হাজার ৩৬৮ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত ছিল ৫০টির দর।
টাকার অঙ্কে এবং শেয়ারসংখ্যায় সবচেয়ে বেশি লেনদেন হয় বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের। ৮৬ কোটি ১৫ লাখ ৮৪ হাজার টাকায় এক কোটি ৫৩ লাখ ৮৩ হাজার ৬৬৬টি শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ৫৪ টাকা ৩০ পয়সায় অপরিবর্তিত ছিল। এর পরের অবস্থানগুলোয় ছিল লংকা বাংলা ফিন্যান্স, বিবিএস কেব্ল্স, ফরচুন সুজ, এসিআই, বিডি কম, ইউনাইটেড ফিন্যান্স, কেয়া কসমেটিকস, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, আল-আরাফাহ্ ব্যাংক। সবচেয়ে বেশি সংখ্যক শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল ফ্যামিলি টেক্স। কোম্পানিটির এক কোটি ১৬ লাখ ৪১ হাজার ২৫৩টি শেয়ার ১০ কোটি ৭২ লাখ টাকায় লেনদেন হয়। এর পরের অবস্থানগুলোতে ছিল কেয়া কসমেটিকস, লংকা বাংলা ফিন্যান্স, সিঅ্যান্ডএ টেক্স, ইউনাইটেড ফিন্যান্স, আল-আরাফাহ্ ব্যাংক, আইএফআইসি, জেনারেশন নেক্সট ও ফরচুন সুজ।
চার দশমিক ৬৭ শতাংশ দর বেড়ে শীর্ষে উঠে আসে আনলিমা ইয়ার্ন। এরপরে চার দশমিক ৫৪ শতাংশ বাড়ে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের। কেয়া কসমেটিকস চার দশমিক ১০ শতাংশ, প্রিমিয়ার লিজিং চার দশমিক শূন্য ৯ শতাংশ, অ্যাপেক্স ট্যানারি তিন দশমিক ৬৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে ৯ দশমিক ৯৩ শতাংশ দর কমেছে বিবিএস কেব্ল্সের। এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সাত দশমিক ৬৪ শতাংশ, বিডি অটোকারের ছয় দশমিক ২৩ শতাংশ, রংপুর ফাউন্ড্রির পাঁচ দশমিক ৫৮ শতাংশ ও এসইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের চার দশমিক ৮৬ শতাংশ কমেছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ২২ দশমিক ১৫ পয়েন্ট কমে ১০ হাজার ১৭৭ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৩৭ দশমিক ৩৭ পয়েন্ট কমে ১৮ হাজার ১৭৭ পয়েন্টে অবস্থান করে। গতকাল দিনজুড়ে ২৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ৯০টির দর বেড়েছে। কমেছে ১৩৪টির। অপরিবর্তিত ছিল ৩০টির দর।
এদিন ৬৮ কোটি সাত লাখ ৭৬ হাজার ৩৭২ টাকার শেয়ার লেনদেন হয়। আগের দিন লেনদেন হয়েছিল ৭২ কোটি ২৩ লাখ ১৭ হাজার ২৯১ টাকার শেয়ার। এ হিসেবে লেনদেন কমেছে চার কোটি ১৫ লাখ টাকা। সিএসইতেও লেনদেনের শীর্ষে ছিল আরএকে সিরামিক। কোম্পানিটির ১৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এরপর বিএসআরএম লিমিটেডের চার কোটি দুই লাখ টাকার, বিবিএস কেব্ল্স তিন কোটি ৫২ লাখ, বিবিএস দুই কোটি ৬৯ লাখ, কেয়া কসমেটিকস এক কোটি ৯৭ লাখ, লংকা বাংলা এক কোটি ৯৩ লাখ, ফ্যামিলি টেক্স এক কোটি ৬০ লাখ, ফরচুন এক কোটি ৫৬ লাখ, লাফার্জ সুরমা এক কোটি ১৬ লাখ ও সাইফ পাওয়ারের এক কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

Print Date & Time : 28 August 2025 Thursday 1:19 am
ডিএসইতে লেনদেন কমেছে ১০২ কোটি টাকা
পত্রিকা ♦ প্রকাশ: