নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সবকটি সূচক বাড়লেও লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। সবগুলো সূচক ইতিবাচক হওয়ায় সূচক ও বাজার মূলধনের নতুন উচ্চতায় ওঠার রেকর্ড হয়। লেনদেন কমেছে ৩০০ কোটি টাকার বেশি। তবে বেশিরভাগ শেয়ারদর বেড়েছে। কাল সূচকের ব্যাপক ওঠানামার মধ্য দিয়ে লেনদেন হয়। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি সূচক বাড়ার পাশাপাশি লেনদেন ব্যাপকহারে বেড়েছে। গতকাল এসআইবিএলের ৯৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। সিএসই’র বাজার মূলধন, সিএএসপিআই, সিএসই৫০ ও সিএসআই সূচক নতুন উচ্চতায় ওঠার রেকর্ড হয়।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, এদিন ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৩৩ পয়েন্ট বা দশমিক ৩১ শতাংশ বেড়ে ছয় হাজার ২০৩ দশমিক ৯০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১২ দশমিক ৯৭ পয়েন্ট বা দশমিক ৯৪ শতাংশ বেড়ে এক হাজার ৩৮৫ দশমিক ২৭ পয়েন্টে আর ডিএস৩০ সূচক ১৩ দশমিক শূন্য পাঁচ পয়েন্ট বা দশমিক ৫৮ শতাংশ বেড়ে দুই হাজার ২২৫ দশমিক ১৯ পয়েন্টে অবস্থান করে। যা সূচকগুলোর সর্বোচ্চ অবস্থান। গতকাল ডিএসই’র বাজার মূলধন চার লাখ ১৩ হাজার ৮৮৯ কোটি তিন হাজার ১২২ টাকা হয়। যা বাজার মূলধনের সর্বোচ্চ রেকর্ড।
ডিএসইতে গতকাল লেনদেন হয় এক হাজার ১২৪ কোটি ২১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় এক হাজার ৪২৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসেবে লেনদেন কমেছে ৩০০ টাকা টাকা। এদিন ৩৫ কোটি ১৭ লাখ ৬৯ হাজার ৫৩৮টি শেয়ার এক লাখ ৪৫ হাজার ৬৯৭ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ২৬৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ৮৭টির ও অপরিবর্তিত ছিল ৩৪টির দর।
টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ছিল যথারীতি লংকাবাংলা ফাইন্যান্স। ৩৮ কোটি আট লাখ টাকায় ৫৯ লাখ ৫৭ হাজার ৬৪৩টি শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর এক টাকা ২০ পয়সা কমেছে। এর পরের অবস্থানগুলোয় ছিল স্কয়ার ফার্মা, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, রূপালী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, সিঙ্গার বিডি, এসআইবিএল ও মার্কেন্টাইল ব্যাংক। সবচেয়ে বেশিসংখ্যক শেয়ার লেনদেন হয় ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের। কোম্পানিটির এক কোটি ৯১ লাখ ১৫ হাজার ৮৮১টি শেয়ার ৩১ কোটি ৪০ লাখ টাকায় লেনদেন হয়। এর পরের অবস্থানগুলোয় ছিল প্রিমিয়ার ব্যাংক, এক্সিম ব্যাংক, এনবিএল, ফাস ফিন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, মার্কেন্টাইল ব্যাংক, আল-আরাফাহ্ ব্যাংক, সিএন্ডএ টেক্স, এসআইবিএল।
৯ দশমিক ৯৫ শতাংশ দর বেড়েছে সায়হাম টেক্সের। ৯ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে রূপালী ব্যাংকের। এরপরে ৯ দশমিক ৭৭ শতাংশ বাড়ে মুন্নু সিরামিকের। স্ট্যান্ডার্ড সিরামিক ছয় দশমিক ৮৪ শতাংশ ও সায়হাম কটন বেড়েছে ছয় দশমিক ১৮ শতাংশ। অন্যদিকে ১১ দশমিক ৭৪ শতাংশ দর কমেছে জাহিন স্পিনিংয়ের। প্রাইম ব্যাংকের কমেছে তিন দশমিক ৪৪ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্স তিন দশমিক ১৭ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক দুই দশমিক ৯১ শতাংশ ও জিএসপি ফাইন্যান্স দুই দশমিক ৯০ শতাংশ কমেছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৫৪ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬৫০ পয়েন্টে, সার্বিক সূচক সিএএসপিআই ৮৬ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ২৬৮ পয়েন্টে অবস্থান করে। যা সূচকটির সর্বোচ্চ অবস্থান। গতকাল দিনজুড়ে ২৬৮টি কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১৪৮টির দর বেড়েছে, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির দর।
এদিন ১৫৫ কোটি ৩২ লাখ ৭০ হাজার ৫৯১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে এসআইবিএলর ৯৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। আগের দিন লেনদেন হয়েছিল ৭৭ কোটি ৮৬ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট। এ হিসেবে লেনদেন বাড়ে ৭৭ কোটি ৪৫ লাখ টাকা। সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল এসআইবিএল। কোম্পানিটির ৯৬ কোটি ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এরপর বেক্সিমকো ফার্মা পাঁচ কোটি ৪১ লাখ টাকার, স্কয়ার ফার্মা চার কোটি ৮৫ লাখ, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক দুই কোটি ৮৬ লাখ, সিঙ্গার বিডি দুই কোটি ৭০ লাখ, আরএসআরএম স্টিল দুই কোটি ১৫ লাখ, বেক্সিমকো এক কোটি ৯১ লাখ, লংকাবাংলা এক কোটি ৩৫ লাখ, ফু-ওয়াং সিরামিক এক কোটি ২২ লাখ এবং এনবিএলের এক কোটি আট লাখ টাকার শেয়ার লেনদেন হয়।