নিজস্ব প্রতিবেদক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পাশাপাশি লেনদেনও ৪৪ দশমিক ৫৯ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, সর্বশেষ সপ্তাহে চার হাজার ৭৯৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার, যা এর আগের সপ্তাহে আট হাজার ৬৫৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার। সেই হিসেবে আলোচ্য সপ্তাহে লেনদেন তিন হাজার ৮৬০ কোটি ২৪ লাখ টাকা বা ৪৪ দশমিক ৫৯ শতাংশ কমেছে।
সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯৫ দশমিক পাঁচ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে দুই দশমিক ৬৯ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে এক দশমিক নয় শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে এক দশমিক ১৭ শতাংশ। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে চার দশমিক ৫১ শতাংশ বা ২৫৩ দশমিক ৫১ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই-৩০ সূচক কমেছে চার শতাংশ বা ৮১ দশমিক ৫৮ পয়েন্ট। অন্যদিকে শরিয়াহ বা ডিএসইএস সূচক দুই দশমিক ৯২ শতাংশ বা ৩৭ দশমিক ৭০ পয়েন্টে কমেছে।
সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৪টি কোম্পানির। আর দর কমেছে ২৮১টির ও অপরিবর্তিত রয়েছে পাঁচটির। আর লেনদেন হয়নি একটি কোম্পানির শেয়ার।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জে (সিএসই) ২৮৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তবে লেনদেন বাড়লেও সার্বিক সূচক চার দশমিক ৫৭ শতাংশ কমেছে।
সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৯টি কোম্পানির। আর দর কমেছে ২৪৫টি ও অপরিবর্তিত রয়েছে চারটির দর।
