ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ১৪০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ রোববার ডিএসইতে লেনদেন ১৪০০ কোটি টাকা ছাড়িয়েছে, যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইতে এক হাজার ৪০৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে গত ২৫ জানুয়ারি ডিএসইতে এক হাজার ৫৮৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এই হিসাবে আজ ডিএসইতে গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।
এদিকে আজ ডিএসইতে আগের দিন থেকে ২৩৪ কোটি সাত লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ১৭২ কোটি ৮৮ লাখ টাকার।
আজ ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৫১৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১২ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ্ সূচক দশমিক পাঁচ পয়েন্ট বেড়েছে।
অন্যদিকে আজ ডিএসইতে মোট ৩৬১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৮০টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭ কোম্পানির শেয়ারদর।