নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটিতে ৯ দিন ছুটির পর গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে। তবে লেনদেনে মিশ্র প্রবণতায় প্রধানসূচক ডিএসইএক্স ও শরিয়াহভিত্তিক কোম্পানির ডিএসইএস সূচক কমেছে। তবে গতকাল দিনভর ইতিবাচক ছিল ডিএস৩০ সূচক। ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমেছে।
ডিএসইতে গতকাল লেনদেন আগের কার্যদিবসের তুলনায় ১০০ কোটি টাকা বেড়ে ৪১৫ কোটি ৫০ লাখ টাকায় দাঁড়িয়েছে। দিনশেষে প্রায় ৬৫ শতাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। এর বিপরীতে দর বেড়েছে ২৬ শতাংশ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের। দিনশেষে ডিএসইএক্স সূচক প্রায় ১৪ পয়েন্ট, ডিএসইএস সূচক দশমিক ২৮ পয়েন্ট কমেছে। অন্যদিকে ডিএস৩০ সূচক ১৪ দশমিক ৬৫ পয়েন্ট কমেছে।
ডিএসইর তথ্যমতে, ৮৯ কোটি টাকা লেনদেন হয়ে ওষুধ ও রসায়ন খাত লেনদেনের শীর্ষে অবস্থান করে নেয়। লেনদেনে এ খাতের একক প্রাধান্য ছিল। এ খাতে ৫৫ শতাংশ কোম্পানির দর বেড়েছে। সাড়ে ৪৩ কোটি টাকা লেনদেন হলেও এ খাতে ৯৮ শতাংশ কোম্পানির দরপতন হয়। ব্যাংক খাতে প্রায় ৩৬ কোটি টাকা লেনদেন হয়। তবে এ খাতেও দরপতনের হার বেশি ছিল।
সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে আসে ওষুধ খাতের তিন কোম্পানি। এর মধ্যে বেক্সিমকো ফার্মার প্রায় ৩১ কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৯ টাকা ৭০ পয়সা। কোম্পানিটি দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। স্কয়ার ফার্মার সোয়া ১১ কোটি টাকা লেনদেন হয়, দর কমে ১০ পয়সা। নাভানা ফার্মার ৯ কোটি টাকা লেনদেন হয়, দিনশেষে দর বেড়েছে চার টাকা ৮০ পয়সা। এছাড়া বিএসসি, এসপি সিরামিকস, বিচ হ্যাচারি, ইস্টার্ন হাউজিং, আলিফ ইন্ডাস্ট্রিজ ও উত্তরা ব্যাংক লেনদেনের শীর্ষ কোম্পানির তালিকায় ছিল।
এদিকে ৯ শতাংশের বেশি বেড়ে ফার্স্ট এসসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড, এসপি সিরামিকস, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও নাভানা ফার্মা দরবৃদ্ধির শীর্ষ ১০ তালিকায় অবস্থান করে।
দরপতনের শীর্ষে অবস্থান করে বিচ হ্যাচারি, হাক্কানি পাল্প, হামিদ ফেব্রিকস, সিমটেক্স ও নিউলাইন ক্লোথিং দরপতনের শীর্ষে উঠে আসে।
দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে বিপরীত চিত্র লক্ষ্য করা গেছে। দিনশেষে সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স সাড়ে ১১ পয়েন্ট, সিএএসপিআই সূচক ১৯ দশমিক ৪১ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১০ কোটি ৬২ লাখ টাকা। লেনদেন হওয়া ১৭৯ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ৮৪টির। বেশিরভাগ কোম্পানির দরপতন হলেও সিএসইর সব সূচক ইতিবাচক ছিল।
সিএসইতে প্রায় সাত কোটি টাকা লেনদেন হয়ে বেক্সিমকো ফার্মা লেনদেনের শীর্ষে অবস্থান করে। ১০ শতাংশ বেড়ে বেক্সিমকো ফার্মা দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। উত্তরা ব্যাংকের শেয়ার লেনদেন হয় এক কোটি ৩২ লাখ টাকার। এছাড়া লংকাবাংলা ফাইন্যান্স, এসপি সিরামিকস, অ্যাপেক্স ফুড, বিএসসি, ইবনে সিনা ও ড্রাগন সোয়েটার লেনদেনের শীর্ষে অবস্থান করে। এছাড়া এসপি সিরামিকস, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। দরপতনের শীর্ষে চলে আসে পপুলার লাইফ ইন্সু্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স সায়হাম কটন ও বিচ হ্যাচারি।