ডিএসইতে লেনদেন বেড়েছে ১৪৬ কোটি টাকা

 

নিজস্ব প্রতিবেদক: আগের দিনের ধারাবাহিকতায় গতকালও মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে উভয় পুঁজিবাজারে। গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকে মিশ্র প্রবণতা থাকলেও লেনদেন বেড়েছে ১৪৬ কোটি টাকা। ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ও ডিএসই৩০ সূচক বাড়লেও ডিএসই শরীয়াহ সূচক কমেছে। অন্যদিকে সিএসইতে সিএসই৫০ সূচক কমলেও অন্য সূচকগুলো বেড়েছে।  লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। গতকাল ডিএসইতে সূচকের গতিতে অস্থিরতা লক্ষ করা গেছে। বারবার ওঠানামার মধ্যে থেকে দিনশেষে সামান্য বেড়ে শেষ হয় লেনদেন।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪ দশমিক ৯৩ পয়েন্ট বা দশমিক ০৯ শতাংশ বেড়ে পাঁচ হাজার ৪৫৯ দশমিক ৭২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক  দশমিক ৮০ পয়েন্ট বা দশমিক ০৬ শতাংশ কমে এক হাজার ২৬০ দশমিক ১৯ পয়েন্টে আর ডিএস৩০ সূচক দশমিক ৫০ পয়েন্ট বা দশমিক ০২ শতাংশ কমে ২ হাজার ২৭ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৫৪৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪০০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার। সে হিসেবে লেনদেন বেড়েছে ১৪৬ কোটি ৫৫ লাখ টাকা।

১৫ কোটি ৫৪ লাখ ৮৪ হাজার ৮৫টি শেয়ার ৭৯ হাজার ৭২৭ বার হাতবদল হয়। ডিএসইর বাজার মূলধন ছিল তিন লাখ ৭০ হাজার ৪০০ কোটি ২৮ লাখ ৯৭ হাজার ৭৯৮ টাকা। লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬০টির। কমেছে ১১৫টির, অপরিবর্তিত ছিল ৫১টির দর।

সবচেয়ে বেশি মূল্যের শেয়ার লেনদেন হয় বিএটিবিসির। ৪৪ কোটি ৭২ লাখ টাকায় এক লাখ ৫৯ হাজার ৭৮৬টি শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর এক টাকা ৬০ পয়সা বেড়ে সর্বশেষ দর হয় দুই হাজার ৭৭০ টাকা। লেনদেনে পরের অবস্থানগুলোয় ছিল সেন্ট্রাল ফার্মা, প্যারামাউন্ট টেক্স, এগ্রো ডেনিম,  বিডি ফাইন্যান্স, লংকাবাংলা, অ্যাকটিভ ফাইন, এমজেএলবিডি, আমরা টেক, সিএমসি কামাল। সবচেয়ে বেশিসংখ্যক শেয়ার লেনদেন হয় বিডি ফাইন্যান্সের। ৭১ লাখ ৬৩ হাজার ৩৬৪টি শেয়ার ১৬ কোটি ১০ লাখ টাকায় লেনদেন হয়। এর পরের অবস্থানগুলোতে ছিল সেন্ট্রাল ফার্মা, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্যারামাউন্ট টেক্স, অ্যাগ্রো ডেনিম, বিকন ফার্মা, ইউসিবি, সিএমসি কামাল, নূরানী ডায়িং, ইয়াকিন পলিমার। ৭ দশমিক ২৬ শতাংশ দর বেড়ে শীর্ষে উঠে আসে ফাইন ফুডস। এরপর ৭ শতাংশ বেড়েছে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের, ৫ দশমিক ৮১ শতাংশ আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের, চার দশমিক ২৪ শতাংশ অ্যাগ্রো ডেনিম এবং চার দশমিক ২৩ শতাংশ সিএমসি কামালের। অন্যদিকে ছয় দশমিক ৪১ শতাংশ দর কমেছে ইয়াকিন পলিমারের। ইউনাইটেড ইন্স্যুরেন্সের তিন দশমিক ৪৪ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্স তিন দশমিক ৩৮ শতাংশ, পুরবী জেনারেল তিন দশমিক শূন্য চার শতাংশ, প্রগতি লাইফের দুই দশমিক ৮৩ শতাংশ দর কমেছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স মূল্যসূচক দুই দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২৪৩ পয়েন্টে, সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৯২০ পয়েন্টে অবস্থান করে।  সিএসই৫০ সূচক দশমিক ৩৯ পয়েন্ট কমে ১ হাজার ২৪৯ পয়েন্টে অবস্থান করছে। ২৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২১২টির দর বেড়েছে। কমেছে ৭৭টির। অপরিবর্তিত ছিল ৪০টির দর।

এদিন ৩৫ কোটি ৩৩ লাখ চার হাজার টাকার শেয়ার লেনদেন হয়। আগের দিন ৩৬ কোটি ৯৫ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। সে হিসেবে সিএসইতে লেনদেন কমেছে এক কোটি ৬২ লাখ টাকা। গতকাল সিএসইতে আইডিএলসির পাঁচ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। হামিদ ফেব্রিকস  দুই কোটি টাকার, আমরা টেক এক কোটি ৯৩ লাখ টাকার, এমজেএল বিডি এক কোটি ৬১ লাখ, বীকন ফার্মার এক কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে শীর্ষ পর্যায়ে অবস্থান করে।