ডিএসইতে লেনদেন সামান্য বাড়লেও সূচকের পতন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহের সর্বশেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সামান্য বাড়লেও সূচক পতনের ধারায় লেনদেন শেষ হয়েছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশপাশি লেনদেনও কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৫১ দশমিক ৮৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৬ শতাংশ কমে ছয় হাজার ৭০২ দশমিক ৬১ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১০ দশমিক ২৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ কমে এক হাজার ৪২৩ দশমিক ৬৪ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ২৪ দশমিক ৪৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৬ শতাংশ কমে দুই হাজার ৫১১ দশমিক ৯৯ পয়েন্টে স্থির হয়।

ডিএসইতে এদিন মোট ৩৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ৮২টির এবং কমেছে ২৬১টির। বাকি ৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৮০১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৬৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন বেড়েছে ৩৪ কোটি ৩১ লাখ টাকা।

ডিএসইতে এদিন ১৭ কোটি ৬০ লাখ ১৬ হাজার ৬৮১টি শেয়ার এক লাখ ৭৮ হাজার ২৭২ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র দেখা গেছে।

ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ফরচুন শুজ লিমিটেড। কোম্পানিটির ৫৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর দুই টাকা ৫০ পয়সা কমেছে। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের ৪৪ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর পাঁচ টাকা ১০ পয়সা কমেছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বীকন ফার্মাসিউটিক্যালসস লিমিটেডের ৩২ কোটি ৬০ লাখ, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের ২৮ কোটি ৩৯ লাখ, ওয়ান ব্যাংক লিমিটেডের ২৭ কোটি ৫৫ লাখ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ২২ কোটি ১২ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ১৪ কোটি ৪১ লাখ, সাইফ পাওয়ারটেক লিমিটেডের ১২ কোটি ১০ লাখ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১০ কোটি ৫৫ লাখ, ও জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৯ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিকে ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে দি ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। এর পরের অবস্থানে থাকা মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাত দশমিক ১৬ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাত দশমিক ১১ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের ছয় দশমিক ৬২ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ছয় দশমিক ৫০ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পাঁচ দশমিক ২৭ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পাঁচ দশমিক ২৭ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চার দশমিক ৮২ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তিন দশমিক ৭৪ শতাংশ এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তিন দশমিক ৫৯ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৮৩ দশমিক ৭১ পয়েন্ট বা শূন্য দশমিক ৭০ শতাংশ কমে ১১ হাজার ৭৩৪ দশমিক ৫১ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৩৮ দশমিক ৩২ পয়েন্ট বা শূন্য দশমিক ৭০ শতাংশ কমে ১৯ হাজার ৫২৯ দশমিক ৬৬ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৭৭টির এবং ৩১টির দর অপরিবর্তিত ছিল। গতকাল সিএসইতে লেনদেন হয় ৪৮ কোটি ৯৬ লাখ টাকার আর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১০ কোটি ৯ লাখ টাকার। অর্থাৎ গতকাল সিএসইতে লেনদেন কমেছে ৬১ কোটি ৯৮ লাখ টাকা।