ডিএসইতে সিংহভাগ শেয়ারের দর কমায় সূচক ও লেনদেনে পতন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সিংহভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর কমায়  সূচক ও লেনদেন কমেছে। ৪৯১ কোটি টাকা কমে গতকাল বাজার মূলধন দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪৫ হাজার ৪৪ কোটি টাকায়। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৩০ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ কমে ছয় হাজার ৬১৭ দশমিক ৮৩ পয়েন্টে পৌঁছায়। আর ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৯ দশমিক ৬৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৬ শতাংশ কমে এক হাজার ৪৪২ দশমিক ৪৬ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক আট দশমিক ৫২ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৫ শতাংশ কমে দুই হাজার ৩৮৪ দশমিক ১০ পয়েন্টে স্থির হয়।

ডিএসইতে এদিন মোট ৩৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১৩৭টির এবং কমেছে ২২৩টির। বাকি ১৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় দুই হাজার ৮৪০ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল দুই হাজার ৯৩৯ কোটি ৪৫ লাখ টাকার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

ডিএসইতে এদিন ৯৪ কোটি ১৭ লাখ দুই হাজার ৬৫৪টি শেয়ার তিন লাখ ৯২ হাজার ৭৫৯ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ১৬৭ কোটি সাত লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ৮০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা আইএফআইসি ব্যাংক লিমিটেডের ১০৪ কোটি ৪৬ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর এক টাকা ১০ পয়সা বেড়েছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ৬৫ কোটি ৩৩ লাখ, ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের ৫৪ কোটি ৮২ লাখ, অ্যাপোলো ইস্পাতের ৪২ কোটি ৬৫ লাখ টাকা, ইসলামিক ফাইন্যান্সের ৪২ কোটি ৩৪ লাখ, মালেক স্পিনিংয়ের ৪১ কোটি চার লাখ, লংকাবাংলা ফাইন্যান্সের ৪০ কোটি ৮৯ লাখ, এমএল ডায়িংয়ের ৩৪ কোটি ৯৫ লাখ ও জিপিএইচ ইস্পাত লিমিটেডের ৩৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিকে ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ইসলামিক ফাইন্যান্স লিমিটেডের ৯ দশমিক ৭০ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের আট দশমিক ৯৭ শতাংশ, আরএসআরএম স্টিলের আট শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের সাত দশমিক ৩১ শতাংশ, আইএফআইসি ব্যাংকের সাত দশমিক ২৮ শতাংশ, বেলিজিংয়ের ছয় দশমিক ৮৭ শতাংশ, দি এক্মি ল্যাবরেটরিজের ছয় দশমিক ৮১ শতাংশ, রহিম টেক্সটাইলের ছয় দশমিক ১৮ শতাংশ এবং প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ছয় দশমিক শূন্য চার শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স সাত দশমিক ৮৭ পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ কমে ১১ হাজার ৫৬৬ দশমিক ৩৪ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই সাত দশমিক ৯৩ পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য চার শতাংশ কমে ১৯ হাজার ২৮১ দশমিক ৮৪ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ৩৩০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১৩২টির, কমেছে ১৮১টির এবং ১৭টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে ১০২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।