ডিএসইতে সূচকের ইতিবাচক প্রবণতায় চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। আজ বৃহস্পতিবার দিনের শুরু থেকে সূচকের উত্থানচিত্র দেখা গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা ১১টা) ডিএসইতে মোট ১৪ কোটি ৮১ লাখ ৬৭ হাজার শেয়ার ও ইউনিট ৭২ হাজারবার লেনদেন হয়, যার বাজারদর ৩৯৯ কোটি ৩২ লাখ টাকা। এ সময়ে লেনদেনে অংশ নেওয়া ৩৬৯ কোম্পানির মধ্যে ১৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার এবং ইউনিট দরের উত্থান দেখা যায়। শেয়ারের দর কমেছে ১৪২টি; অপরিবর্তিত অবস্থায় ছিল ৩৭ কোম্পানির শেয়ারদর।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২১ দশমিক ৬৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৫ শতাংশ বেড়ে ছয় হাজার ১৯৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ্্ সূচক ৯ দশমিক ৪৫ পয়েন্ট বেড়েছে। অন্যদিকে ডিএস৩০ সূচক বেড়েছে ১১ দশমিক শূন্য সাত পয়েন্ট।