Print Date & Time : 6 July 2025 Sunday 12:36 am

ডিএসইতে সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

নুরুন্নাহার চৌধুরী কলি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকার পর গতকাল রোববার খুলেছে পুঁজিবাজার। খোলার পরই পতনের ধাক্কা সামলে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। গতকাল আগের কার্যদিবসের তুলনায় ডিএসইতে লেনদেনও কিছুটা বেড়েছে। তবে ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর কমেছে।
ডিএসইর সূত্রে জানা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ শূন্য দশমিক ২৩ পয়েন্ট কমে এক হাজার ২৮ পয়েন্টে দাঁড়িয়েছে, যা ইসলামিক শরিয়াহভিত্তিক বিনিয়োগকারীদের জন্য নেতিবাচক প্রবণতা নির্দেশ করে। অন্যদিকে, ‘ডিএস৩০’ সূচক ৯ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনেও ভিন্ন চিত্র দেখা গেছে। ডিএসইতে গতকাল লেনদেন আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে।

ডিএসইর তথ্যমতে, গতকাল লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিটের দর কমেছে। ডিএসইতে গতকাল মোট ৩৯২টি কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৫টি ফান্ড ও কোম্পানির দর বেড়েছে। এর বিপরীতে ১৭৯টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে ৬৮টি ফান্ড ও কোম্পানির দর অপরিবর্তিত ছিল।

এদিকে বিভিন্ন ক্যাটেগরির মধ্যে ‘এ’ ক্যাটেগরির ২১৪টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে মাত্র ৮০ কোম্পানি ও ফান্ডের দর বেড়েছে। এর বিপরীতে ৯৬টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ৩৮ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।

একইভাবে ‘বি’ ক্যাটেগরির ৮৪টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে ৪১টি ফান্ড ও কোম্পানির দর দাম বেড়েছে। এর বিপরীতে ২৯টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ১৪টি ফান্ড ও কোম্পানির দর। ‘জেড’ ক্যাটেগরির ৯৪টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪টি ফান্ড ও কোম্পানির দর বেড়েছে। এর বিপরীতে ৫৪টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ১৬টি ফান্ড ও কোম্পানির দর।

একইসঙ্গে মিউচুয়াল ফান্ড খাতেও বেশিরভাগ ফান্ডের ইউনিটের দর কমেছে। লেনদেন হওয়া ৩৫টি ফান্ডের মধ্যে মাত্র ৬টি ফান্ডের ইউনিট দর বেড়েছে, বিপরীতে ১১টি ফান্ডের ইউনিট দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ১৮টি ফান্ডের ইউনিট দর।

ডিএসইতে গতকাল মোট ১০ কোটি ৬৭ লাখ ৪৪ হাজার ৪২৪টি শেয়ার ও ইউনিট ৯৪ হাজার ১৩৫ বার হাতবদল হয়েছে। এর জের ধরে দিনশেষে ডিএসইতে মোট লেনদেন দাঁড়িয়েছে ২৬৩ কোটি ২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২২৪ কোটি ৪৯ লাখ টাকা।

পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, ছুটির পর পুঁজিবাজারে বিনিয়োগকারীদের একটি অংশ নতুন করে সক্রিয় হয়েছে। তবে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং তারল্য সংকট অধিকাংশ শেয়ারের দরপতনে ভূমিকা রেখেছে। লেনদেন বাড়লেও ইঙ্গিত দেয় যে বাজারে অংশগ্রহণ বাড়ছে। তবে বিনিয়োগকারীরা এখনও সতর্ক অবস্থানে রয়েছেন এবং শেয়ার বাছাইয়ে সুচিন্তিত পদক্ষেপ নিচ্ছেন। আগামী দিনগুলোয় বাজারের গতিবিধি কেমন থাকে, তা দেখার জন্য এখন অপেক্ষা করতে হবে।