Print Date & Time : 5 July 2025 Saturday 9:51 pm

ডিএসইতে সূচকের উত্থান অব্যাহত লেনদেন সামান্য বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: আগের দিনের মতো গতকাল সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও পুঁজিবাজারে উত্থান দেখা গেছে। লেনদেন সামান্য বৃদ্ধির পাশাপাশি গতকাল ১৯ পয়েন্টের বেশি বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৩ শতাংশ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। অন্যদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৩২ পয়েন্ট বা দশমিক ৩০ শতাংশ বেড়ে ছয় হাজার ৩৮৮ দশমিক ৬৫ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১ দশমিক ৭৪ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ বেড়ে এক হাজার ৪০১ দশমিক ৪৮ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ৩ দশমিক ৮৬ পয়েন্ট বা দশমিক ১৬ শতাংশ বেড়ে দুই হাজার ৩৫০ দশমিক ৮০ পয়েন্টে স্থির হয়।

ডিএসইতে এদিন মোট ৩৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১৬৩টির এবং কমেছে ১৭৯টির। বাকি ৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৮৩৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৩৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন বেড়েছে ২ কোটি ৭৮ লাখ টাকা। ডিএসইতে এদিন ২৩ কোটি ৭৪ লাখ ৮৬ হাজার ২৮৫টি শেয়ার ১ লাখ ৬৯ হাজার ৩০ বার হাতবদল হয়।

ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ৬৫ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ২০ পয়সা কমেছে। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ২৭ কোটি ১৮ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ৮০ পয়সা বেড়েছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মা লিমিটেডের ২৬ কোটি ৫৩ লাখ,  বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২৪ কোটি ৯০ লাখ, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ২৩ কোটি ৬২ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২২ কোটি ১০ লাখ, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ২২ কোটি ৩ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ২১ কোটি ৮৪ লাখ, ফরচুন শুজ লিমিটেডের ১৮ কোটি ৮৬ লাখ এবং আইএফআইসি ব্যাংক লিমিটেডের ১৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

গতকাল ৯ দশমিক ৫৬ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। এর পরের অবস্থানে থাকা সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের ৯ দশমিক ৩৪ শতাংশ এবং তমিজউদ্দীন টেক্সটাইল মিলস লিমিটেডের ৯ দশমিক ০৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৩১ দশমিক ৩০ পয়েন্ট বা দশমিক ২৭ শতাংশ বেড়ে ১১ হাজার ২১৭ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৫৪ দশমিক ৯৭ পয়েন্ট বা দশমিক ২৯ শতাংশ বেড়ে ১৮ হাজার ৭০২ দশমিক ৭৮ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১১৪টির এবং ২৫টির দর অপরিবর্তিত ছিল।