ডিএসইতে সূচকের উত্থান হলেও লেনদেন কমেছে ২৭১ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: গতকাল সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান হলেও লেনদেন ২৭১ কোটি টাকা কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক শূন্য এক পয়েন্ট বা শূন্য দশমিক ১৯ শতাংশ বেড়ে সাত হাজার ২০৫ দশমিক ৮২ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক তিন দশমিক ২৭ পয়েন্ট বা শূন্য দশমিক ২০ শতাংশ বেড়ে এক হাজার ৫৭০ দশমিক শূন্য আট পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক পাঁচ দশমিক ৬০ পয়েন্ট বা শূন্য দশমিক ২১ শতাংশ বেড়ে দুই হাজার ৬৬১ দশমিক ৪১ পয়েন্টে স্থির হয়। এছাড়া ৬২৭ কোটি টাকা বেড়ে গতকাল বাজার মূলধন দাঁড়িয়েছে পাঁচ লাখ ৭৩ হাজার তিন কোটি টাকায়।

ডিএসইতে এদিন মোট ৩৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১৭৪টির এবং কমেছে ১৬৩টির। বাকি ৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় এক হাজার ৭৬২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল দুই হাজার ৩৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন কমেছে ২৭১ কোটি ২১ লাখ টাকা।

ডিএসইতে এদিন ৪০ কোটি ৫১ লাখ ৫৫ হাজার ৫৮টি শেয়ার দুই লাখ ৭৬ হাজার ৩৪০ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে।

ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ১২৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর এক টাকা ৯০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ৭৪ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর চার টাকা ৫০ পয়সা বেড়েছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪৩ কোটি ৯০ লাখ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৪১ কোটি, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৪০ কোটি ৩১ লাখ, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ৪০ কোটি ৯ লাখ, সাইফ পাওয়ারটেক লিমিটেডের ৩৮ কোটি ৪১ লাখ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২৫ কোটি ৮৮ লাখ, ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৫ কোটি ৫০ লাখ এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ২৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিকে ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল ফার কেমিক্যালস লিমিটেড। বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৯৩ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেডের ৯ দশমিক ৯২ শতাংশ, খান বাহাদুর পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ দশমিক ৭৭ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৯ দশমিক ৬৯ শতাংশ, রিং শাইন টেক্সটাইলের ৯ দশমিক ৬০ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৯ দশমিক ২৭ শতাংশ, এপোলো ইস্পাত কমপ্লেক্সের ৯ দশমিক ১৭ শতাংশ, ডেল্টা স্পিনার্সের আট দশমিক ৪৯ শতাংশ এবং সেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আট দশমিক ৩০ শতাংশ শেয়ারদর বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ২৭ দশমিক ১৫ পয়েন্ট বা শূন্য দশমিক ২১ শতাংশ বেড়ে ১২ হাজার ৬২০ দশমিক ২৭ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ দশমিক ৪১ পয়েন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ বেড়ে ২১ হাজার ৩০ দশমিক ২৩ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ৩২৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১৩১টির এবং ৩৮টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে গতকাল ৭৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে আর তার আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৬৬ কোটি ৫৮ লাখ টাকার।