ডিএসইতে সূচকের উত্থান হলেও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক: সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকলেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সূচকের উত্থান দেখা গেছে। একই সঙ্গে এদিন লেনদেন আগের দিনের মতো কমেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৩৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ বেড়ে ছয় হাজার ২০৪ দশমিক ৮৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৩ পয়েন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ বেড়ে ১ হাজার ৩৪৫ দশমিক ৫৫ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৪৮ পয়েন্ট বা শূন্য দশমিক ২১ শতাংশ বেড়ে দুই হাজার ১৯৯ দশমিক ১৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৪১১ কোটি আট লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৬৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৩১ কোটি ৪৫ লাখ টাকা কমেছে। এদিন ৬ কোটি ৭৩ লাখ ১৯ হাজার ৪৩৩টি শেয়ার ৮০ হাজার ৮৪১ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩১০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত ছিল ২০১টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে আমরা নেটওয়ার্কস লিমিটেড। কোম্পানিটির ২৭ কোটি ছয় লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ইস্টার্ন হাউজিং লিমিটেডের ২৪ কোটি ৭০ লাখ, জেমিনি সি ফুড লিমিটেডের ২০ কোটি ৪২ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ১৭ কোটি ৫৬ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৬ কোটি ৬১ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৫ কোটি ৬৭ লাখ, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ১৫ কোটি ৩৯ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৩ কোটি ৭৪ লাখ, আরডি ফুড লিমিটেডের ১৩ কোটি চার লাখ এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ১১ কোটি এক লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া গতকাল ৯ দশমিক ৮৮ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৮ দশমিক ৭৩ শতাংশ, ফাইন ফুডস লিমিটেডের ৬ দশমিক ৭৪ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ দশমিক ৯০ শতাংশ, এডিএন টেলিকম লিমিটেডের ৫ দশমিক ৩২ শতাংশ, আমরা নেটওয়ার্কস লিমিটেডের ৪ দশমিক ১২ শতাংশ, আমরা টেকনোলজিস লিমিটেডের ৩ দশমিক ৪৫ শতাংশ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ৩ দশমিক ৪২ শতাংশ, মুনোস্পুল পেপার মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ১২ শতাংশ এবং লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ২ দশমিক ৮৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।

আর ডিএসইতে গতকাল দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৪ দশমিক ৩৪ শতাংশ, এর পরের অবস্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ৭৭ শতাংশ, বিচ হ্যাচারি লিমিটেডের ৩ দশমিক ৬৮ শতাংশ, বিডি ওয়েল্ডিং লিমিটেডের ২ দশমিক ৯০ শতাংশ এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২ দশমিক ৬৮ শতাংশ শেয়ারদর কমেছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১৩ দশমিক ১১ পয়েন্ট বা শূন্য দশমিক ১১ শতাংশ বেড়ে ১০ হাজার ৯৭০ দশমিক ৭১ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২৩ দশমিক ০২ পয়েন্ট বা শূন্য দশমিক ১২ শতাংশ বেড়ে ১৮ হাজার ৩০২ দশমিক ৪১ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত ছিল ৬০টির দর। সিএসইতে গতকাল মোট ৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ৬ কোটি ৮ লাখ টাকার।