নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সবগুলো সূচকের সঙ্গে বাজার মূলধন রেকর্ড অবস্থানে পৌঁছেছে। একইসঙ্গে ডিএসইতে গতকাল ৪২৭ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন বেড়েছে। এক হাজার ২০৯ কোটি টাকা বেড়ে গতকাল বাজার মূলধন দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪৫ হাজার ৫৩৫ কোটি টাকায়, যা ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২ দশমিক শূন্য ছয় পয়েন্ট বা শূন্য দশমিক ৪৮ শতাংশ বেড়ে ছয় হাজার ৬২৮ দশমিক ১৪ পয়েন্টে পৌঁছায়, যা ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ। আর ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১২ দশমিক ৭৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৮ শতাংশ বেড়ে এক হাজার ৪৫২ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করে, যা ডিএসইতে সর্বোচ্চ। অন্যদিকে ডিএস৩০ সূচক ছয় দশমিক ৭৩ পয়েন্ট বা শূন্য দশমিক ২৮ শতাংশ বেড়ে দুই হাজার ৩৯২ দশমিক ৬২ পয়েন্টে স্থির হয়, যা কিনা ডিএসইতে নতুন রেকর্ড অবস্থান।
ডিএসইতে এদিন মোট ৩৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১৮১টির এবং কমেছে ১৭৩টির। বাকি ২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় দুই হাজার ৯৩৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল দুই হাজার ৫১১ কোটি ৬৬ লাখ টাকার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
ডিএসইতে এদিন রেকর্ড ৯৭ কোটি সাত লাখ ৭৫ হাজার ৫৪৯টি শেয়ার রেকর্ড চার লাখ ২১ হাজার ৮০৩ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।
ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ১৫২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ২০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৭৬ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর পাঁচ টাকা ৭০ পয়সা বেড়েছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইএফআইসি ব্যাংক লিমিটেডের ৬০ কোটি ৭৫ লাখ, ন্যাশনাল পলিমারের ৫৪ কোটি ৩২ লাখ, জিপিএইচ ইস্পাতের ৫২ কোটি ৬১ লাখ টাকা, এসএস স্টিলের ৪৭ কোটি ৭১ লাখ, জেনেক্স ইনফোসিসের ৩৯ কোটি ৩২ লাখ, মালেক স্পিনিংয়ের ৩৮ কোটি তিন লাখ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির ৩৫ কোটি ৮৬ লাখ ও ফু ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
এদিকে ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল ভিএফএস ট্রেড ডায়িং লিমিটেড। দি এক্মি ল্যাবরেটরিজের লিমিটেডের ৯ দশমিক ৯৮ শতাংশ, মুন্নু সিরামিকের ৯ দশমিক ৯৩ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ৯ দশমিক ৯১ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৮৬ শতাংশ, নূরানী ডায়িংয়ের ৯ দশমিক ৮০ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৯ দশমিক ৭৫ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৯ দশমিক ৭০ শতাংশ, ন্যাশনাল পলিমারের ৯ দশমিক ৭০ শতাংশ এবং তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ দশমিক ৬২ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৬০ দশমিক ৮৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৫২ শতাংশ বেড়ে ১১ হাজার ৫৭৪ দশমিক ২২ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১০১ দশমিক ৪৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৫২ শতাংশ বেড়ে ১৯ হাজার ২৮৯ দশমিক ৭৮ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ৩২১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১৪৪টির এবং ২০টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে ১২৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।