নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও সূচকের পতন অব্যাহত রয়েছে। একইসঙ্গে গতকাল লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের তুলনায় কমে ৪০০ কোটি টাকার নিচে নেমেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ দশমিক ৩৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৮ শতাংশ কমে ছয় হাজার ২২০ দশমিক ৮০ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৭ দশমিক ৩২ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৩ শতাংশ কমে ১ হাজার ৩৫০ দশমিক ৬২ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১৫ দশমিক ৯৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ কমে দুই হাজার ১০৮ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩৫১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৬২ কোটি ২২ লাখ টাকা কমেছে। এদিন ৬ কোটি ৫৫ লাখ ১২ হাজার ৬৫৮টি শেয়ার ৯১ হাজার ৬৭৯ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩০১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত ছিল ১৩৯টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। কোম্পানিটির ২৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২৩ কোটি ৯৭ লাখ, ফু-ওয়াং ফুড লিমিটেডের ১৬ কোটি ৯৪ লাখ, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ১৩ কোটি ১২ লাখ, জেমিনি সি ফুড লিমিটেডের ১০ কোটি ৮১ লাখ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ৯ কোটি ১০ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭ কোটি ৭২ লাখ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ৭ কোটি ৫৫ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫ কোটি ৯৯ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গতকাল ৬ দশমিক ৯৪ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে ফু-ওয়াং ফুড লিমিটেড। এর পরের অবস্থানে থাকা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৩ দশমিক ০৯ শতাংশ, দেশবন্ধু পলিমার লিমিটেডের ৩ দশমিক ০৭ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২ দশমিক ১১ শতাংশ, জেনারেশন নেক্সট ফ্যাশান লিমিটেডের ১ দশমিক ৬৩ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেডের ১ দশমিক ৩৫ শতাংশ, ইয়াকিন পলিমার লিমিটেডের ১ দশমিক ৩৫ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শূন্য দশমিক ৮৩ শতাংশ, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের শূন্য দশমিক ৭৭ শতাংশ এবং বাটা শু কোম্পানি লিমিটেডের শূন্য দশমিক ৬৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৪০ দশমিক ৬২ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৬ শতাংশ কমে ১১ হাজার ২০ দশমিক ৫০ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৬৭ দশমিক ৩৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৬ শতাংশ কমে ১৮ হাজার ৪৩৫ দশমিক ৯৮ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৫৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১১টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত ছিল ৭৩টির দর। সিএসইতে গতকাল মোট ১১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১২ কোটি ২৯ লাখ টাকার।
এদিকে সিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ৪ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক কোটি ৪২ লাখ ৭০ হাজার, আইসিবি ইমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ডের ১ কোটি ১ লাখ, জেনারেশন নেক্সট ফ্যাশান লিমিটেডের ৪৫ লাখ, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি (প্রাণ) লিমিটেডের ৩৪ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৩৪ লাখ, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ২৭ লাখ, ডেল্টা ব্র্যাক হাউজিং লিমিটেডের ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।