ডিএসইতে সূচকের পতন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সিংহভাগ কোম্পানির শেয়ারদর কমায় ডিএসইতে সূচকের পতন অব্যাহত রয়েছে। একইসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন কমেছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৭৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ কমে ৪ হাজার ৭৭৬ দশমিক ৩৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ দশমিক ২১ পয়েন্ট বা শূন্য দশমিক ৪০ শতাংশ কমে ১ হাজার ৪১ দশমিক ৯৩ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৮ দশমিক ৩০ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৬ শতাংশ কমে ১ হাজার ৭৭১ দশমিক ৯৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ২৮৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৯২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৩ কোটি ৮২ লাখ টাকা কমেছে। এদিন ১৭ কোটি ৭ লাখ ৮৮ হাজার ৭৪টি শেয়ার ১ লাখ ৩ হাজার ৩০৮ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ২০২টির ও অপরিবর্তিত ছিল ৭০টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসা ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ১৪ কোটি ৯ লাখ, বীচ হ্যাচারি লিমিটেডের ১১ কোটি ৪৪ লাখ, মিডল্যান্ড ব্যাংক পিএলসির ৯ কোটি ৬৯ লাখ, সিটি ব্যাংক পিএলসির পিএলসির ৮ কোটি ৩৬ লাখ, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭ কোটি ৭৮ লাখ, বারকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ৭ কোটি ৪৪ লাখ, এনআরবি ব্যাংক পিএলসির ৬ কোটি ৯৮ লাখ, ব্র্যাক ব্যাংক পিএলসির ৫ কোটি ৯২ লাখ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৫ কোটি ৬০ লাখ এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে গতকাল ১০ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে কাট্টলী টেক্সটাইল লিমিটেড। এর পরের অবস্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের ৯ দশমিক ৮৩ শতাংশ, এসকোয়্যার নিট কম্পোজিট লিমিটেডের ৯ দশমিক ৫৬ শতাংশ, মুন্নু ফ্যাব্রিকস লিমিটেডের ৮ দশমিক ৮৭ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮ দশমিক ১২ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫ দশমিক ৭১ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ৫ দশমিক ৬০ শতাংশ, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ৭৬ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৪ দশমিক ৭০ শতাংশ এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪ দশমিক ০৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১৩ দশমিক ১৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১৬ শতাংশ কমে ৮ হাজার ১৭৮ দশমিক ৫৭ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২৫ দশমিক ০৭ পয়েন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ কমে ১৩ হাজার ৩৭৮ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ১৮৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত ছিল ৩১টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ১৬ কোটি ১১ লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ১ লাখ টাকার।

সিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসা ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৫ কোটি ৭৭ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪ কোটি ৩৬ লাখ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১ কোটি ৮৫ লাখ, ফাইন ফুডস লিমিটেডের ৫৮ লাখ, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ২৭ লাখ, ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেডের ২৬ লাখ, রবি আজিয়াটা পিএলসির ২৫ লাখ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২৩ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৩ লাখ এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।