নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্ন মুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। গতকাল রোববার সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। টাকার অঙ্কে লেনদেন আগের দিনের কম। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি সূচকের পতন হয়। লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। এছাড়া বেশিরভাগ কোম্পানি দরপতনে ছিল।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ দশমিক ৪৪ পয়েন্ট বা দশমিক ৬৬ শতাংশ কমে পাঁচ হাজার ৪৬৪ দশমিক ১৮ পয়েন্টে অবস্থান করে।
ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ছয় দশমিক ১৫ পয়েন্ট বা দশমিক ৪৮ শতাংশ কমে এক হাজার ২৬৫ দশমিক ২২ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক আট দশমিক ৭৯ পয়েন্ট বা দশমিক ৪৫ শতাংশ কমে এক হাজার ৯১১ দশমিক শূন্য আট পয়েন্টে অবস্থান করে। গতকাল ডিএসইর বাজার মূলধন কমে তিন লাখ ৯০ হাজার ৩৮১ কোটি ৬৯ লাখ ৬৪ হাজার টাকা হয়। ডিএসইতে গতকাল লেনদেন হয় ৮০৪ কোটি ৩৩ লাখ ১৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৬৪ কোটি ৮৪ লাখ ৯২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসেবে লেনদেন কমেছে ২৬০ কোটি ৫১ লাখ টাকা। এদিন ১৭ কোটি ৩৬ লাখ ৪০ হাজার ৫৬০টি শেয়ার এক লাখ ৪৯ হাজার ৩৫ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ২১৯টির ও অপরিবর্তিত ছিল ৩৬টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। ওইদিন ৬১ কোটি ৭৪ লাখ ২৯ হাজার টাকায় কোম্পানিটির ৫১ লাখ ২৭ হাজার ৮৪১টি শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর সাত দশমিক ২৯ শতাংশ বা আট টাকা ৯০ পয়সা কমেছে। দিনভর শেয়ারদর ১১১ টাকা ৭০ পয়সা থেকে ১২৫ টাকা ৫০ পয়সার মধ্যে হাতবদল হয়। দ্বিতীয় অবস্থানে থাকা একভিট ফাইন কেমিক্যালস লিমিটেডের ৫০ কোটি ৬২ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। ওইদিন এক কোটি ১০ লাখ ৫৪ হাজার ৭২৩টি শেয়ার মোট চার হাজার ৭৭৮ বার হাতবদল হয়। দিনভর শেয়ারদর ৪৩ টাকা ৮০ পয়সা থেকে ৪৭ টাকা ৬০ পয়সার মধ্যে হাতবদল হয়। তৃতীয় অবস্থানে থাকা বিবিএস কেব্লস লিমিটেডের ২৯ কোটি ৩৪ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। ওইদিন ২২ লাখ ৩০ হাজার ৭৮টি শেয়ার মোট তিন হাজার ৬২৩ বার হাতবদল হয়। দিনভর শেয়ারদর ১২৭ টাকা ৫০ পয়সা থেকে ১৩৪ টাকা ৮০ পয়সার মধ্যে হাতবদল হয়। এর পরের অবস্থানগুলোতে থাকা ইউনাইটেড পাওয়ারের ২৬ কোটি ৪৩ লাখ ৯৭ হাজার, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেডের ২১ কোটি ৩৪ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে ফাইন ফুডস লিমিটেড।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স মূল্যসূচক দশমিক ৭১ শতাংশ বা ৭৪ দশমিক ১৩ পয়েন্ট কমে ১০ হাজার ২২৮ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৭৪ শতাংশ বা ১২৫ দশমিক ৯৭ পয়েন্ট কমে ১৬ হাজার ৮৭৩ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির দর।
সিএসইতে এদিন ২৯ কোটি ১৬ লাখ ৪৭ হাজার ৫০০ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। সিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে অবস্থান করে বিবিএস কেব্লস লিমিটেড। কোম্পানিটির এক কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।