ডিএসইতে সূচকের পতন হলেও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর কমায় ডিএসইতে সূচকের পতন দেখা গেছে। তবে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ দশমিক ২০ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৩ শতাংশ কমে পাঁচ হাজার ১৫৬ দশমিক ২২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ দশমিক ৩৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৭ শতাংশ কমে এক হাজার ১৫৭ দশমিক ৫৪ পয়েন্টে অবস্থান করে।

আর ডিএস৩০ সূচক ১৭ দশমিক ২২ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৯ শতাংশ কমে এক হাজার ৯০৭ দশমিক ০৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩৭১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩২৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৪৬ কোটি ৯৬ লাখ টাকা কমেছে। এদিন ১৩ কোটি ৩৭ লাখ ৬৪ হাজার ১০১টি শেয়ার এক লাখ ২৪ হাজার ৪১২ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ২৮২টির ও অপরিবর্তিত ছিল ৪৮টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ফাইন ফুডস লিমিটেড। কোম্পানিটির ১৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ১৩ কোটি ৩ লাখ, মিডল্যান্ড ব্যাংক পিএলসির ১২ কোটি ৬৩ লাখ, আফতাব অটোমোবাইলস লিমিটেডের ১০ কোটি ৪৩ লাখ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯ কোটি ১২ লাখ, ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের ৯ কোটি ১১ লাখ, এশিয়াটিক ল্যাবরটেরিজ লিমিটেডের ৮ কোটি ৯৩ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৮ কোটি ৬৪ লাখ, গ্রামীণফোন লিমিটেডের ৮ কোটি ৬৩ লাখ, রবি আজিয়াটা লিমিটেডের ৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর পরের অবস্থানে থাকা মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ দশমিক ১৬ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ২২ শতাংশ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৪ দশমিক ৮১ শতাংশ, এইচআর টেক্সটাইল লিমিটেডের ৪ দশমিক ২৯ শতাংশ, আফতাব অটোমোবাইলস লিমিটেডের ৪ দশমিক ০৩ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের ৩ দশমিক ৭০ শতাংশ, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ডের ৩ দশমিক ৫৭ শতাংশ, সিমটেক্স টন্ডািস্ট্রিজ লিমিটেডের ৩ দশমিক ৩৭ শতাংশ ও রানার অটোমোবাইলস লিমিটেডের ৩ দশমিক ৩২ শতাংশ শেয়ারদর বেড়েছে।

এছাড়া ডিএসইতে ৯ দশমিক ৪৬ শতাংশ শেয়ারদর কমে টপটেন লুজারের শীর্ষে উঠে আসে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। এর পরের অবস্থানে থাকা ফাইন ফুডস লিমিটেডের ৮ দশমিক ৬৮ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৭ দশমিক ৫৯ শতাংশ, বে লিজিংয়ের ৭ দশমিক ২৪ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের ৭ দশমিক ১৪ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের ৬ দশমিক ০৬ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৫ দশমিক ৮৯ শতাংশ, ফারইস্ট ফঅইন্যান্সের ৫ দশমিক ৭১ শতাংশ, এসবিএসি ব্যাংকের ৫ দশমিক ৬৮ শতাংশ ও প্যাসিফিক ডেনিমের ৫ দশমিক ৬৩ শতাংশ শেয়ারদর কমেছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১০ দশমিক ৭১ পয়েন্ট বা শূন্য দশমিক ১২ শতাংশ কমে ৮ হাজার ৭৮৬ দশমিক ৩৯ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৯ দশমিক ১৭ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ কমে ১৪ হাজার ৪৪০ দশমিক ৭৪ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ১৮৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত ছিল ৩৬টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৩ কোটি ৯৫ লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৩৯ লাখ টাকার।