ডিএসইতে সূচকের পাশাপাশি লেনদেন সামান্য বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারদর বাড়ায় ডিএসইতে সূচকের উত্থান দেখা গেছে। একইসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন সামন্য কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৫০ পয়েন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ বেড়ে ৫ হাজার ১৯০ দশমিক ৯৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ দশমিক ৬৯ পয়েন্ট কমে ১ হাজার ১৬২ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৯ দশমিক ৮৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৫২ শতাংশ বেড়ে এক হাজার ৮৯০ দশমিক ২৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩৩৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৩৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ১ কোটি ৩৯ লাখ টাকা বেড়েছে। এদিন ১০ কোটি ৪৫ লাখ ৩২ হাজার ১৮৬টি শেয়ার এক লাখ ১৪ হাজার ৪১২ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ১৩৭টির ও অপরিবর্তিত ছিল ৮৩টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। কোম্পানিটির ২২ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বিচ হ্যাচারি লিমিটেডের ২০ কোটি ৭১ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৭ কোটি ৫ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১৩ কোটি ৪৯ লাখ, লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ৯ কোটি ৪৩ লাখ, হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের ৮ কোটি ৬০ লাখ, ব্র্যাক ব্যাংক পিএলসির ৭ কোটি ৪২ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ পিএলসির ৭ কোটি ৩৬ লাখ, গ্রামীণফোন লিমিটেডের ৬ কোটি ১৬ লাখ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ১০ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের ৯ দশমিক ৯৫ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের ৯ দশমিক ৮৯ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৯ দশমিক ২১ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজ পিএলসির ৭ দশমিক ২৮ শতাংশ, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির ৫ দশমিক ৪৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৫ দশমিক ৩৭ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫ দশমিক ০৩ শতাংশ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৪ দশমিক ৮৪ শতাংশ এবং এসইএমএল লেকচার ইকুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডের ৪ দশমিক ৬৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৭ দশমিক ২২ পয়েন্ট বা শূন্য দশমিক ০৮ শতাংশ বেড়ে ৮ হাজার ৭৭৬ দশমিক ৬১ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৭ দশমিক ৪২ পয়েন্ট বা শূন্য দশমিক ০৫ শতাংশ বেড়ে ১৪ হাজার ৪৬৬ দশমিক ৯৬ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ২২১ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত ছিল ৩৭টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৪ কোটি ০৯ লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ৪১ লাখ টাকার।

সিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসা তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৮২ লাখ, রবি আজিয়াটা পিএলসির ২২ লাখ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২০ লাখ, সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২০ লাখ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ১৪ লাখ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১০ লাখ, ব্র্যাক ব্যাংক পিএলসির ৯ লাখ, ফাইন ফুডস লিমিটেডের ৯ লাখ, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের ৮ লাখ এবং বিডিকম অনলাইন লিমিটেডের ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।