নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের প্রথম কার্যদিবস গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর বাড়ায় সূচকের বড় উত্থান হয়েছে। তবে লেনদেন আগের কার্যদিবসের তুলনায় কমেছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৯৬ দশমিক ৪৮ পয়েন্ট বা এক দশমিক ৪২ শতাংশ বেড়ে ছয় হাজার ৮৫৩ দশমিক ১৩ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১৪ দশমিক ২৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৯ শতাংশ বেড়ে এক হাজার ৪৪৫ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ২৮ দশমিক শূন্য পাঁচ পয়েন্ট বা এক দশমিক ১০ শতাংশ বেড়ে দুই হাজার ৫৬০ দশমিক ৬৪ পয়েন্টে স্থির হয়।
ডিএসইতে এদিন মোট ৩৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ২৯৪টির এবং কমেছে ৬৪টির। বাকি ২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৮৯৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯২১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন কমেছে ২৭ কোটি ৬৩ লাখ টাকা।
ডিএসইতে এদিন ১৯ কোটি ৪৩ লাখ ৬২ হাজার ৫৪২টি শেয়ার এক লাখ ৫২ হাজার ৩৬৮ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের চিত্র দেখা গেছে।
ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ৯৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর পাঁচ টাকা ৭০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ৫১ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর সাত ১০ পয়সা বেড়েছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুন শুজ লিমিটেডের ৪৭ কোটি ৭৯ লাখ, আইএফআইসি ব্যাংক লিমিটেডের ৩০ কোটি ১৪ লাখ, জিএসপি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ২৮ কোটি ২২ লাখ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ২৫ কোটি ৪৭ লাখ, ওয়ান ব্যাংক লিমিটেডের ১৯ কোটি ৯৬ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ১৮ কোটি ৮৫ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৭ কোটি ২৯ লাখ এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ১৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
এদিকে ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে ফরচুন শুজ লিমিটেড। এর পরের অবস্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যাল লিমিটেডের ৯ দশমিক ৯৬ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৯ দশমিক ৮৭ শতাংশ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৯ দশমিক ৮২ শতাংশ, দি ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের সাত দশমিক ৮৮ শতাংশ, আইএফআইসি ব্যাংক লিমিটেডের সাত দশমিক ৬৯ শতাংশ, দি পেনিনসুলা চিটাগং লিমিটেডের সাত দশমিক ৬২ শতাংশ, গোল্ডেনসন লিমিটেডের সাত দশমিক ৩২ শতাংশ, একমি পেস্টিসাইডস লিমিটেডের সাত দশমিক শূন্য আট শতাংশ এবং শাইনপুকুর সিরামিকের ছয় দশমিক ৭৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ২৩৩ দশমিক ২৯ পয়েন্ট বা এক দশমিক ৯৭ শতাংশ বেড়ে ১২ হাজার ৪৬ দশমিক ৭৪ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৩৮৮ দশমিক ৪২ পয়েন্ট বা এক দশমিক ৯৭ শতাংশ বেড়ে ২০ হাজার ৫৪ দশমিক ৪৯ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৬২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ২০৭টির, কমেছে ৪১টির এবং ১৪টির দর অপরিবর্তিত ছিল। গতকাল সিএসইতে লেনদেন হয় ২৭ কোটি ১৪ লাখ টাকার আর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৮ কোটি ৬১ লাখ টাকার। এ হিসেবে আগের কার্যদিবসের তুলনায় গতকাল সিএসইতে ৩১ কোটি ৪৬ লাখ টাকার লেনদেন কমেছে।