ডিএসইতে সূচকের বড় পতন

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে পুঁজিবাজারের ধারাবাহিক পতনের পর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান দেখা যায়। কিন্তু উত্থানের এক দিন পরে ফের পতনমুখী হয়েছে পুঁজিবাজার। গত সোমবারের মতো গতকাল মঙ্গলবারেও সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর কমায় সূচকের পতন দেখা গেছে। পাশাপাশি আগের কার্যদিবসের তুলনায় গতকাল লেনদেনও কমেছে। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৬৪ দশমিক ৪৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৭ শতাংশ কমে ছয় হাজার ৫৭৪ দশমিক ০৭ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১১ দশমিক ৮৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৮১ শতাংশ কমে এক হাজার ৪৪২ দশমিক ৮৭ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ২০ দশমিক ২৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৮২ শতাংশ কমে দুই হাজার ৪৩১ দশমিক ৬৪ পয়েন্টে স্থির হয়।

ডিএসইতে এদিন মোট ৩৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১৮টির এবং কমেছে ৩৩৭টির। বাকি ২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৫৩২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৫৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন কমেছে ২৪ কোটি ৫১ লাখ টাকা।

ডিএসইতে এদিন ১২ কোটি ৪৪ লাখ ৭১ হাজার ৬৩৭টি শেয়ার ৯০ হাজার ৭৬৩ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র দেখা গেছে।

ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির ৫৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ৬০ পয়সা কমেছে। দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের ২৮ কোটি ৯৮ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৫০ পয়সা কমেছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ১৪ কোটি ৮৯ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ১৪ কোটি ৪১ লাখ, বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের ১১ কোটি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯ কোটি ৪ লাখ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ৮ কোটি ৮৯ লাখ, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ৮ কোটি ৬৫ লাখ, ফরচুন শুজের ৮ কোটি ৫৭ লাখ এবং ওরিয়ন ফার্মা লিমিটেডের ৮ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিকে ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। এর পরের অবস্থানে থাকা হাইডেলবার্গ সিমেন্টের ২ দশমিক ১২ শতাংশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ১ দশমিক ৬৪ শতাংশ, ফার্মা এইডসের ১ দশমিক ৪৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৮৭ দশমিক ৪৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৪ শতাংশ কম ১১ হাজার ৬০৮ দশমিক ৯০ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৪৫ দশমিক ৭৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৪ শতাংশ কমে ১৯ হাজার ৩৪৯ দশমিক ৩৩ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৭৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ২৬টির, কমেছে ২১৯টির এবং ২৮টির দর অপরিবর্তিত ছিল। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৫ লাখ টাকার এবং আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৪ কোটি ৯১ লাখ টাকার।