নুরুন্নাহার চৌধুরী কলি : দেশের পুঁজিবাজারে সূচকের বড় পতন হয়েছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে। বিপরীতে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।
গতকাল ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট কমে চার হাজার ৮৭৪ পয়েন্টে অবস্থান করছে। দিনের শুরুতে সূচক কিছুটা ইতিবাচক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রির চাপ বাড়তে থাকে। ফলে বড় পতন দেখা যায়। অন্যান্য সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ১২ পয়েন্ট কমে ১০৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে ১৭৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে লেনদেনের পরিমাণে ভিন্ন চিত্র দেখা গেছে। ডিএসইতে গতকাল লেনদেন কিছুটা কমেছে। বিপরীতে সিএসইতে লেনদেন বেড়েছে।
ডিএসইর তথ্যমতে, গতকাল লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিটের দর কমেছে। ডিএসইতে গতকাল মোট ৩৯৮টি কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৪টি ফান্ড ও কোম্পানির দর বেড়েছে। এর বিপরীতে ৩০৯টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে ৩৫টি ফান্ড ও কোম্পানির দর অপরিবর্তিত ছিল।
এদিকে বিভিন্ন ক্যাটেগরির মধ্যে ‘এ’ ক্যাটেগরির ২২০টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এরমধ্যে মাত্র ৩২ কোম্পানি ও ফান্ডের দর বেড়েছে। এর বিপরীতে ১৭৮টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ১০ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।
একইভাবে ‘বি’ ক্যাটেগরির ৮৩টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে ৯টি ফান্ড ও কোম্পানির দর দাম বেড়েছে। এর বিপরীতে ৭০টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ৪টি ফান্ড ও কোম্পানির দর।
জেড’ ক্যাটেগরির ৯৫টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩টি ফান্ড ও কোম্পানির দর বেড়েছে। এর বিপরীতে ৬১টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ২১টি ফান্ড ও কোম্পানির দর।
মিউচুয়াল ফান্ড খাতেও পতনের ধারা দেখা গেছে। লেনদেন হওয়া ৩৬টি ফান্ডের মধ্যে মাত্র ২টি ফান্ডের ইউনিট দর বেড়েছে, বিপরীতে ৩২টি ফান্ডের ইউনিট দর কমেছে।
ডিএসইতে গতকাল মোট ২০ কোটি ৮৫ লাখ ৭০ হাজার ৬৫টি শেয়ার ও ইউনিট এক লাখ ২০ হাজার ৯২৪ বার হাতবদল হয়েছে। এর জের ধরে দিনশেষে ডিএসইতে মোট লেনদেন দাঁড়িয়েছে ৩৪৩ কোটি ৯৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৬৪ কোটি ৯ লাখ টাকা।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল মোট ২০১টি কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৫টি কোম্পানি ও ফান্ডের শেয়ারদর বেড়েছে। এর বিপরীতে ১১৩টি কোম্পানি ও ফান্ডের শেয়ার দর কমেছে। দিনশেষে ৩৩টি কোম্পানি ও ফান্ডের দর অপরিবর্তিত ছিল। সিএসইতে গতকাল মোট ৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৭ কোটি ২৯ লাখ টাকা।
পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তোলার প্রবণতা এবং কিছু কোম্পানির শেয়ারের দাম কমে যাওয়ায় বাজারে এই পতন দেখা গেছে। ডিএসইতে বড় পতনের ফলে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা গেছে। তবে পুঁজিবাজার পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন সবার নজর থাকবে। আর বিভিন্ন খাতের শেয়ারের উত্থান-পতন একটি স্বাভাবিক প্রক্রিয়া। বিশ্লেষকরা বিনিয়োগকারীদের বুঝে-শুনে এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন।